Holi 2023: প্রাক বসন্ত উৎসব উদযাপন রায়গঞ্জে

By

Published : Mar 6, 2023, 11:40 AM IST

thumbnail

দোলের আগেই প্রাক বসন্ত উৎসবে আবির মেখে গানের তালে কোমর দোলালেন রায়গঞ্জের কলেজপাড়ার মহিলারা (Pre Holi Celebrations at Raiganj) । দোল উৎসবের কিছুটা বাকি থাকলেও, এলাকার মহিলারা নিজেদের অনেকটাই এগিয়ে রাখেন প্রাক বসন্ত উৎসবে ৷ মেতে উঠলেন দোলের আনন্দে। রবিবার এলাকার শতাধিক মহিলা নিজেদের উদ্যোগেই আবির খেলার আয়োজন করেন ৷ সেই সঙ্গে নাচ, গান-সহ এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানের আয়োজক চন্দ্রিমা দত্ত সরকার বলেন, "আমরা উৎসব কে দীর্ঘ সময় ধরে উদযাপন করতে চাই বলে আগেই প্রাক বসন্ত উৎসবের সূচনা করে দিলাম । হৃদয়ের রঙের সঙ্গে আবিরের রঙ মিশে একাকার হচ্ছে আমাদের এই উৎসবে ।" অনুষ্ঠানে উপস্থিত আরও এক আয়োজক প্রিয়াঙ্কা দাস বলেন, " আমরা সারা বছরই এইরকম রঙিন থাকতে ভালোবাসি । তবে বসন্ত এলে চারিদিকে একটা উৎসবের আমেজ থাকে । তাই রঙিন আবির মেখে আমরা দিনটা উদযাপন করছি ৷ পাশাপাশি নাচ গান-সহ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে ৷ আমাদের লক্ষ্য সকলের মধ্যে খুশির রঙ ছড়িয়ে দেওয়া ।"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.