'চিকিৎসকরা জানালেন কোনও সমস্যা নেই, তাই রাতেই কথা বলব ঠিক করলাম'; ফোনালাপে শ্রমিকদের বললেন প্রধানমন্ত্রী

By ETV Bharat Bangla Team

Published : Nov 29, 2023, 10:44 AM IST

thumbnail

PM Narendra Modi speaks with 41 workers: প্রায় 400 ঘণ্টার পরিশ্রমের পর সিল্কিয়ারা টানেল থেকে 41 জন শ্রমিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে মঙ্গলবার রাতে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই রাতেই শ্রমিকদের সঙ্গে ফোনে কথা বলেন ৷ শ্রমিকদের স্বাস্থ্য কেমন আছে, তাঁরা টানেলে আটকে থাকার সময়ে কেমন ছিলেন, তাঁদের অভিজ্ঞতার কথা জানতে চান প্রধানমন্ত্রী ৷ শ্রমিকদের উদ্ধার করে প্রথমে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয় ৷ মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, 16 দিনেরও বেশি সময় টানেলে আটকে থাকার পরেও তাঁদের শারীরিক অবস্থা সংকটনজনক নয় ৷ বরং তাঁরা ভালোই আছেন ৷ সেই কথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

তিনি শ্রমিকদের বলেন, "ওখানে অ্যাম্বুলেন্স ছিল, চিকিৎসক দলও ছিল ৷ তবে চিকিৎসকরা আপনাদের স্বাস্থ্য পরীক্ষা করে আমাকে বললেন, শ্রমিকরা সবাই এত ভালো আছেন ৷ তাঁরা এত আনন্দ করে ভিতরে ছিলেন, তাঁদের মধ্যে এত সাহস ছিল, যে মেডিক্যাল চেক-আপে কোনও সমস্যাই ধরা পড়েনি ৷ তাই আমি পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে পারলাম না ৷ ভাবলাম, রাতেই কথা বলে নিই ৷" উদ্ধার হওয়া শ্রমিকরা প্রধানমন্ত্রীকে আরও জানান, মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, এনডিআরএফ, এসডিআরএফ-সহ অন্য এজেন্সিগুলি সবসময় তাঁদের সঙ্গে যোগাযোগ রেখেছে ৷ তাঁরা ভিতরে যোগা করতেন ৷ খাওয়াদাওয়ার কোনও অভাব ছিল না ৷ শ্রমিকরা প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.