Panchayat Repolls 2023: ভোট দিতে এসে লাইনে দাঁড়িয়ে আচমকা মৃত্যু ব্যক্তির

By

Published : Jul 10, 2023, 5:00 PM IST

thumbnail

সোমবার ভোট দিতে এসে লাইনে দাঁড়িয়ে আচমকা প্রাণ গেল ব্যক্তির। মৃত ব্যক্তির নাম নবদ্বীপ হালদার ৷ বয়স 55 বছর। ঘটনাটি ঘটেছে নদিয়ার তেহট্ট থানার ঘোড়াদহ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সীসা গ্রামের হালদার পাড়ার একটি বুথে।মৃত নবদ্বীপ হালদারের ভাইপো সময় হালদার জানিয়েছেন, তাঁর কাকার হার্টের সমস্যা ছিল ৷ চিকিৎসা চলছিল ৷ ভোট দিতে তিনি সকাল সাড়ে 8টা-9টা নাগাদ কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়েছিলেন ৷ প্রচণ্ড গরমে আচমকাই তিনি অসুস্থ বোধ করেন ৷ এরপরই তিনি অজ্ঞান হয়ে পড়ে যান ৷ তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়েছে ৷ 

এই ঘটনায় স্বাভাবিকভাবেই বুথ চত্বরে যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। মৃত ব্যক্তির পরিবারের সদস্য সিপিএম প্রার্থী ৷ ফলে দেহ বাড়িতে রেখেই গোটা পরিবারের সদস্যরা বুথে গিয়ে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করেন। উল্লেখ্য, শনিবার পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে জেলার বিভিন্ন বুথে অশান্তির কবর সামনে এসেছে ৷ ঝড়েছে রক্ত ৷ প্রাণ গিয়েছে অনেকের ৷ পরিস্থিতির দিকে নজর রেখে রবিবার নির্বাচন কমিশন জানিয়ে দেয় 696টি বুথে পুনর্নির্বাচন হবে ৷ সেই মতো সোমবার বিভিন্ন জায়গায় চলছে পুনরায় ভোটগ্রহণের পালা ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.