Bangladeshi Terrorists Death: বরানগরের আবাসন থেকে উদ্ধার বাংলাদেশি জঙ্গি ম্যাক্সনের ঝুলন্ত দেহ

By

Published : Dec 1, 2022, 4:55 PM IST

Updated : Feb 3, 2023, 8:34 PM IST

thumbnail

বাংলাদেশি জঙ্গি তমাল রায় চৌধুরী ওরফে ম্যাক্সনের মৃত্যু (Bangladeshi Terrorists Death) সংবাদ শোনার পর হতবাক বরানগর নর্দান পার্কের তাঁর আবাসনের বাসিন্দা থেকে পরিচারিকা । তমালের পরিচারিকা লক্ষ্মী ঘোষ জানান, তিনি যথেষ্টই ভালো মানুষ ছিলেন । তাঁকে দেখে জঙ্গি তা বোঝা যেত না । যথেষ্ট ভালো ব্যবহার ছিল তাঁর । মাঝে মধ্যে স্ত্রী অর্পিতার সঙ্গে ঝামেলা হত তমালের । তমালকে যেদিন সিআইডি গ্রেফতার করে নিয়ে যায় সেদিনই সবাই জানতে পারে যে সে বাংলাদেশের এক কুখ্যাত জঙ্গি । তিনি এ বছরের ফেব্রুয়ারিতে গ্রেফতার হন । এপ্রিল মাসে জামিনে ছাড়াও পান তমাল । তারপর থেকে হরিদেবপুরে থাকতেন । আর সেখান থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে (Body recovered from flat) ।

Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.