Bandhan Express: ভারত-বাংলাদেশ বন্ধন এক্সপ্রেসে আগুন আতঙ্ক, রেলকর্মীদের তৎপরতায় পরিস্থিতি আসে নিয়ন্ত্রণে

By

Published : May 29, 2023, 10:10 PM IST

thumbnail

ভারত-বাংলাদেশ বন্ধন এক্সপ্রেসে আগুন আতঙ্ক ৷ আচমকাই ট্রেনের ভিতর থেকে এদিন কালো ধোঁয়া বেরোতে দেখা যায় ৷ যার জেরে উত্তর 24 পরগনা হাবড়া স্টেশনে এসে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি ৷ ধোঁয়া দেখতে পেয়েই তড়িঘড়ি রেলকর্মীরা নেমে পড়েন ট্রেন থেকে ৷ তৎপরতার সঙ্গে শুরু হয় আগুনের উৎসস্থল দেখে তা নেভানোর কাজ ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সীমান্ত পেরনোর পরেই রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস হাবড়া স্টেশনে আচমকাই দাঁড়িয়ে পড়ে ৷ ট্রেন থামিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে থাকেন রেলের কর্মীরা ৷ পিছনের দিকের বগিতে গার্ডের ইঞ্জিন কামরার নিচ থেকে ধোঁয়া বেরোতে থাকে অনর্গল ৷ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরাও ৷ অবশেষে গার্ড ও ড্রাইভারের তৎপরতা এবং স্থানীয় পুলিশ সহযোগিতায় ফায়ার স্টিং-এর সাহায্যে আগুন দ্রুততার সঙ্গে নেভানো হয় ৷ প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ তবে কী কারণে আগুন লেগেছিল তা এখনও জানা যায়নি ৷ হাবড়া স্টেশনে আন্তর্জাতিক ট্রেন দাঁড়িয়ে থাকায় তা দেখতে ভিড় জমিয়েছিলেন কৌতূহলী বাসিন্দারা ৷ বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ভারত-বাংলাদেশের বন্ধন এক্সপ্রেস ৷ 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.