Vishwakarma Puja in Durgapur: শিল্পনগরীতে বায়না না পেয়ে হতাশ ঢাকি থেকে ফুল বিক্রেতা

By

Published : Sep 17, 2022, 10:59 AM IST

Updated : Feb 3, 2023, 8:28 PM IST

thumbnail

আজ বিশ্বকর্মা পুজো (Vishwakarma Puja) ৷ শিল্পনগরী দুর্গাপুর বিশ্বকর্মা পুজোর আয়োজনে রাজ্যের বিভিন্ন জেলা থেকে অনেকখানি এগিয়ে থাকে প্রত্যেক বছর । অনেক আশা নিয়ে এখানে প্রতি বছর ফুল বিক্রেতা থেকে ঢাকি ভালো উপার্জনের জন্য আসেন । কিন্তু এবার বিশ্বকর্মা পুজোর দিন বেলা গড়ালেও তাদের ডাক পড়েনি । নিরাশা দেখা দিয়েছে ঢাকিদের মুখে । বিক্রি হচ্ছে না ফুলও (Dhakis and florists facing losses) । শিল্পনগরীতে সুদূর পূর্ব বর্ধমানের বুদবুদ থেকে এসেছিলেন প্রায় 20 জন ঢাকি । আশা ছিল ভালো রোজগার হবে । তবে একদিন আগে এসেও বিশ্বকর্মা পুজোর ডাক পড়ল না তাঁদের । সরকারি ও বেসরকারি কারখানাগুলোতে পুজোর সংখ্যা এবার বেড়েছে কিন্তু তাতেও ঢাকিদের খুব একটা লাভ হল না ৷ বিশ্বকর্মা পুজোর দিন সকালে সেই ছবিই ধরা পড়ল দুর্গাপুরে (Vishwakarma Puja in Durgapur) ।

Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.