বাজা কদমতলা ঘাটে দেব দীপাবলির অনুষ্ঠানে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

By ETV Bharat Bangla Team

Published : Nov 27, 2023, 10:37 PM IST

thumbnail

Dev Dipawali: কলকাতার বাজা কদমতলা ঘাটে দেব দীপাবলির বর্ণাঢ্য অনুষ্ঠানের দেখতে রবিবারের মতো সোমবারও ভক্তদের সমাগম হল ৷ এদিন যথেষ্ট ভিড় হয়েছিল সন্ধ্যার আরতি দেখতে ৷ পাশাপাশি রাস্তার উপর দুটি জায়ান্ট স্ক্রিনও লাগানো হয়েছিল, যাতে দর্শকরা তা দেখতে পায়। পাতা হয়েছিল চেয়ারও। সেনাকর্তা থেকে রাজ্যের আমলারা সপরিবারে হাজির ছিলেন এদিনের অনুষ্ঠানে । ছিলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও ৷ তিনি গঙ্গা মন্দিরে পুজোও দেন। গঙ্গা পুজো করে প্রদীপ প্রজ্জ্বলন করে এদিনের অনুষ্ঠানের সূচনা করেন তিনি । তারপর শুরু হয় গঙ্গা আরতি । শেষে হয় ডান্ডিয়া নৃত্য । ছিল শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় গলায় ভক্তিগীতিও । এছাড়াও এদিন আতশবাজির প্রদর্শন হয় গঙ্গা বক্ষে । নৌকা থেকে ঘাট, প্রদীপের আলোয় এক অন্য রূপ নেয় । অনুষ্ঠান উপভোগ করতে বহু পর্যটক লঞ্চে ভ্রমণ করেন এদিন । দেব দীপাবলি উপলক্ষে আলোর মালা ও প্রদীপে সাজিয়ে তোলা হয়েছে বাজা কদমতলা ঘাট চত্বর ও মন্দির ৷ রবিবারই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন এবার থেকে প্রতি বছর দেব দীপাবলির অনুষ্ঠান হবে বাজা কদমতলা ঘাটেই ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.