গঙ্গার ঘাটগুলিতে লোকারণ্য, নির্বিঘ্নে সম্পন্ন হল ছটপুজো

By ETV Bharat Bangla Team

Published : Nov 19, 2023, 7:35 PM IST

thumbnail

Chhath Puja 2023: কলকাতার ঘাটগুলিতে রবিবার নির্বিঘ্নে পালিত হল ছটপুজো । নিমতলা থেকে শুরু করে আহিরীটোলা, কুমোরটুলি, বাগবাজার, বাজা কদমতলা, দই ঘাট ও তক্তা ঘাটে উঠে এল ছটপুজোর সেই ছবি । লোকে লোকারণ্য গঙ্গাপাড় । পুণ্যস্নান সেরে সূর্যাস্তের মুখে গঙ্গায় পুজো দিলেন বহু পুণ্যার্থী । এদিন ছটপুজো ঘিরে তৎপর ছিল পুলিশ প্রশাসন । গঙ্গার প্রতিটি ঘাটেই মোতায়ন ছিল বহু পুলিশকর্মী । ছিল পৌরসভার কর্মীরাও । কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে গঙ্গার ঘাটে মজুত রাখা ছিল ডুবুরি ও লাইফ সেভিং নৌকা । পর্যাপ্ত আলো থেকে পোশাক পরিবর্তনের ব্যবস্থাও করা হয়েছিল পৌরসভার তরফে । নাচগান বাজনা বাজিয়ে হাজারে হাজারে পুণ্যার্থীরা এদিন গঙ্গা পাড়ে আসেন ছটপুজোর আচার পালনে । তাদের সুবিধার্থে পুলিশ প্রশাসনের পাশাপশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও ধর্মীয় সংগঠন জল, চা, বাতাসা থেকে শুরু করে সরবত পৌঁছে দিচ্ছিলেন হাতে হাতে ৷ যাতে দূর থেকে আসা পুণ্যার্থীদের ক্লান্তি ও কষ্ট খানিক লাঘব হয় । 
এদিকে দুই সরোবর রইল তালা বন্ধ । ছট ব্রতীরা এলাকায় কৃত্রিম জলাশয়ে সারেন পুজোর আচার পালনের কাজ । 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.