Teachers Protest in Howrah: শিক্ষক দিবসের লজ্জা ! রাস্তায় বাটি হাতে ভিক্ষা করছেন শিক্ষকরা

By

Published : Sep 5, 2022, 9:55 PM IST

Updated : Feb 3, 2023, 8:27 PM IST

thumbnail

শিক্ষক দিবসে (Teachers Day) হাওড়া স্টেশন (Howrah Station) সংলগ্ন বাস টার্মিনালে বাটি হাতে প্রতিবাদে সরব শিক্ষকেরা ৷ মূলত বৃত্তিমূলক শিক্ষাদানকারী চুক্তিভিত্তিক শিক্ষকদের নেতৃত্বেই আজকে আন্দোলন হয় ৷ গলাতে দাবি-দাবা সম্বলিত প্ল্যাকার্ড ঝুলিয়ে বাটি হাতে ভিক্ষা করতে দেখা গেল শিক্ষকদের । তাঁদের এই সংগঠন কেন্দ্র সরকারের সমগ্র শিক্ষা অভিযানের অন্তর্ভুক্ত । রাজ্যের বিভিন্ন সরকারি ও সরকার সাহায্যপ্রাপ্ত স্কুলে কারিগরি শিক্ষা দেন তাঁরা। যদিও রাজ্য সরকারের কারিগরি দফতর থেকে তাঁদেরকে নিয়োগ করা হয়েছিল এজেন্সি মারফত। বেতন বৃদ্ধি ও রাজ্য সরকারের স্বীকৃতি-সহ অন্যান্য দাবি নিয়ে শিক্ষকদের এই আন্দোলন (Contractual teachers protest in Howrah for salary hike)৷

Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.