Congress Protest: নির্বাচন কমিশনের অফিসের সামনে রাস্তায় শুয়ে বিক্ষোভ কংগ্রেসের

By

Published : Jun 21, 2023, 5:49 PM IST

thumbnail

মঙ্গলবার মুর্শিদাবাদের বড়ঞাতে কংগ্রেসের প্রতীক সম্বলিত বি ফর্ম যেভাবে বিডিও অফিসে পুলিশের সামনেই ছিনতাই হয়ে যায়, তার প্রতিবাদে ও তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে কংগ্রেসের প্রতীক সম্বলিত বি ফর্ম জমা নেওয়ার দাবিতে মঙ্গলবার রাত থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর নেতৃত্বে বড়ঞা বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ চলেছে । এরই অঙ্গ হিসেবে বুধবার অধীররঞ্জন চৌধুরীর নির্দেশেই রাজ্য নির্বাচন কমিশনের অফিসের সামনে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ করা হয় ৷ এদিনের এই বিক্ষোভে অংশ নেন কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার, আশুতোষ চট্টোপাধ্যায়, সৌরভ প্রসাদ, প্রদীপ প্রসাদ-সহ আরও কংগ্রেস নেতা ও কর্মীরা ৷ এদিন পথ অবরোধ করা হয় কংগ্রেসের তরফে ৷ মাঝরাস্তায় বসে পড়েন তাঁরা ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.