Asansol Municipal Corporation: ফুটপাথের হকার উচ্ছেদ নাকি আইওয়াশ? পৌরনিগমের অভিযানকে কটাক্ষ জিতেন্দ্র'র

By ETV Bharat Bangla Team

Published : Sep 23, 2023, 1:50 PM IST

thumbnail

নাভিশ্বাস অবস্থা আসানসোল বাজারের ফুটপাথের। চলাচলের জায়গাটুকু বাকি রাখেনি দখলদার হকাররা। পুজোর বাজারের ভিড়ে আরও ভয়াবহ অবস্থা। অন্য বড় বিপণী ও ব্যবসায়ীরা এই হকারদের দৌরাত্ম্যে সমস্যায়। আর তাই দুর্গাপুজোকে সামনে রেখে আসানসোল বাজারের ফুটপাথকে বেআইনি দখলদারদের হাত থেকে মুুুক্ত করতে তৎপর হয়েছে আসানসোল পৌরনিগম। যদিও বিরোধীদের মতে এসবই 'আইওয়াশ' ৷ 

আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়ের নেতৃত্বে একটি দল আসানসোল বাজারের ফুটপাত পরিদর্শন করছেন। পৌরকর্তাদের সঙ্গে পুলিশ কর্মীরা ও কাউন্সিলারাও রয়েছেন এই পরিদর্শনে। ফুটপাথে হকারদের দৌরাত্ম্যে এমন বেহাল দশা দেখে চমকে যান মেয়র-সহ অন্যান্যরা। আসানসোলের ফুটপাথের হকারদের নির্দেশ দেন যেন দোকানের সামনে প্লাস্টিক বা অন্য কোনও জিনিস দিয়ে ঢেকে না-রাখে। এতে যেমন পথচারীদের অসুবিধা হচ্ছে। পাশাপাশি আগুন লেগে দুর্ঘটনাও ঘটতে পারে। 

এই প্রসঙ্গে আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় বলেন, "আমরা আসানসোল বাজারের ফুটপাথের অবস্থা সরেজমিনে খতিয়ে দেখছি ৷ সাধারণ মানুষদের চলাচল করার জন্য যাতে অসুবিধা না-হয় তারজন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নেব।" যদিও বিষয়টিকে নিয়ে কটাক্ষ করেছে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তিনি বলেন, "তৃণমূলই তো ফুটপাথে দখলদারদের নিয়ে এসে বসিয়েছে। যারা তাদের দল করে তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না।"

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.