Vidya Balan in Kolkata: 'ভালো থেকো', প্রথম ছবির পরিচালককে শেষশ্রদ্ধা জানাতে কলকাতায় বিদ্যা

By ETV Bharat Bangla Team

Published : Nov 3, 2023, 7:47 PM IST

Updated : Nov 3, 2023, 10:23 PM IST

thumbnail

প্রয়াত পরিচালক গৌতম হালদারকে শেষ শ্রদ্ধা জানাতে কলকাতায় এলেন অভিনেত্রী বিদ্যা বালান । তাঁর কেরিয়ারের প্রথম ছবি 'ভালো থেকো'র পরিচালক গৌতম হালদার ৷ তিনিই প্রথম অভিনেত্রী হিসেবে বড় পর্দায় সুযোগ করে দিয়েছিলেন বিদ্যা বালানকে ৷ লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা 'জন্মদিন' গল্প অবলম্বনে 2003 সালে মুক্তি পায় 'ভালো থেকো' । এই ছবি তিনটি জাতীয় পুরস্কার পেয়েছিল ৷ সেরা অডিয়োগ্রাফি, সেরা সিনেমাটাগ্রাফি ও বিশেষ জুরি পুরস্কার জিতে নেয় ভালো থেকো । সৌমিত্র চট্টোপাধ্যায়, বিদ্যা বালন, জয় সেনগুপ্ত, দেবশংকর হালদার, অনসূয়া মজুমদার, রিমঝিম গুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে অভিনয় করেন এই ছবিতে । চলতি বছর সল্টলেকের এফবি ব্লকের দুর্গাপুুজোর উদ্বোধনে পরিচালক গৌতম হালদারের সঙ্গেই এসেছিলেন বিদ্যা বালান ৷ আজ তাঁর প্রথম ছবির পরিচালকের মৃত্যুসংবাদ শুনে মানসিকভাবে ভেঙে পড়েন অভিনেত্রী ৷ এরপরই তিনি প্রয়াত পরিচালককে শেষশ্রদ্ধা জানাতে কলকাতায় আসার সিদ্ধান্ত নেন ৷ আজ বিকেলে দমদম বিমানবন্দরে অবতরণ করে বিদ্যা বালানের বিমান ৷ এ দিন অফ-হোয়াইট সালোয়ার-কামিজে দেখা গিয়েছে তাঁকে ৷ সানগ্লাসে চোখ ঢাকা থাকলেও তাঁর মুখে স্পষ্ট ছিল বিষণ্ণতার ছাপ ৷ আজই শেষকৃত্য পরিচালক গৌতম হালদারের ৷  

Last Updated : Nov 3, 2023, 10:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.