Exclusive Silajit Majumder: ঋত্বিক ঘটকের বায়োপিকে কিংবদন্তি পরিচালকের ভূমিকায় শিলাজিৎ, আসছে 'অলক্ষ্যে ঋত্বিক'

By

Published : Apr 17, 2023, 7:37 PM IST

thumbnail

কিছুদিন আগেই খবর হয়েছিল পর্দায় আসছে পরিচালক মৃণাল সেনের বায়োপিক । সেই চরিত্রে অভিনয় করছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী । সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত পদাতিক ছবির ফার্স্ট লুক-এ চঞ্চলরূপী মৃণাল নজর কেড়েছে । এবার পর্দায় আসতে চলেছে প্রখ্যাত পরিচালক ঋত্বিক ঘটকের আত্মজীবনী । ছবির নাম 'অলক্ষ্যে ঋত্বিক' । ছবিতে কিংবদন্তি পরিচালকের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সঙ্গীত শিল্পী তথা অভিনেতা শিলাজিৎ মজুমদারকে । ঋত্বিক ঘটকের স্ত্রী সুরমা ঘটকের চরিত্রে রয়েছেন পায়েল সরকার ।

'অলক্ষ্যে ঋত্বিক' ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন শুভঙ্কর ভৌমিক । ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির শুটিং। কলকাতার পাশাপাশি শুটিং হওয়ার কথা রয়েছে উত্তরবঙ্গেও । ঋত্বিক ঘটকের বাল্য বয়স থেকে শুরু করে তাঁর মৃত্যুকাল পর্যন্ত সময়কে ছবিতে তুলে ধরা হবে বলে জানিয়েছেন অভিনেতা শিলাজিৎ । ইটিভি ভারতকে অভিনেতা আরও জানিয়েছেন, কীভাবে এই ছবির চরিত্র ফুটিয়ে তুলতে লুক নিয়ে একাধিক পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন । বাদ যায়নি প্রস্থেটিক মেকআপও । কিন্তু তাতেও সন্তুষ্ট হয়নি ছবির টিম । 'অলক্ষ্যে ঋত্বিক' ঘিরে আরও অনেক অজানা কথা ইটিভি ভারতের সঙ্গে আড্ডায় জানিয়েছেন অভিনেতা তথা সঙ্গীতশিল্পী শিলাজিৎ ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.