Elephant Attack : মাঝ রাস্তায় গাড়ি থামাল গজরাজ, তারপর...

By

Published : Oct 10, 2021, 7:14 AM IST

thumbnail

কলা খাওয়ার জন্য বোলেরো পিক আপ ভ্যান আক্রমণ করল একটি হাতি ৷ ঘটনাটি ঘটেছে কর্নাটক-তামিলনাড়ু সীমান্তের বান্নারি অরণ্যের চেক পোস্টের কাছে ৷ বোলেরো গাড়িটি তামিলনাড়ু থেকে মাইসোরের কলার গোডাউনে যাচ্ছিল ৷ তখনই এই ঘটনা ঘটে ৷ বেঙ্গালুরু-তামিলনাড়ু জাতীয় সড়কের মাঝপথে হাতিটি গাড়ি থামিয়ে কলা খাওয়ার জন্য গাড়িতে ওঠার চেষ্টা করে ৷ সেই দেখে অন্য গাড়ি চালকেরা জোরে হর্ন বাজাতে থাকেন ৷ হর্নের শব্দে ভয় পেয়ে হাতিটি ছবি তুলতে থাকা লোকেদের দিকে ছুটে আসতে শুরু করে ৷ এই গোটা ঘটনার জেরে দেড় ঘণ্টা ধরে যানজট চলে ৷ পরে বন আধিকারিকরা ঘটনাস্থলে এসে হাতিটিকে জঙ্গলে ফেরত পাঠায় ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.