Suvendu Adhikari: আসছে দিদির দূত, তোলা মূলের ভূত ! নন্দীগ্রামে গিয়ে কটাক্ষ শুভেন্দুর

By

Published : Jan 8, 2023, 2:34 PM IST

Updated : Feb 3, 2023, 8:38 PM IST

thumbnail

2007 সালের 7 জানুয়ারি নন্দীগ্রামে জমি রক্ষার আন্দোলনে সেখ সেলিম, ভরত মণ্ডল, বিশ্বজিৎ মাইতি শহিদ হয়েছিলেন । তাঁদের শ্রদ্ধা জানাতে প্রতিবছর নন্দীগ্রাম শহিদ বেদীতে মোমবাতি জ্বালিয়ে ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির অন্যতম নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । তিনি বিজেপিতে যোগদান করার পর পৃথক শহিদ সভা শুরু হয় । এবারেও তার অন্যথা হয়নি । শনিবার সকালে শহিদদের শ্রদ্ধা জানান কুণাল ঘোষ । তারপর তৃণমূলের অনুষ্ঠান শেষ হওয়ার পর একটু পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম জমি আন্দোলনের শহিদদের শ্রদ্ধা জানাতে যান । এদিন শহিদদের শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারকে তোপ দাগেন শুভেন্দু । নাম না-করে দিদিমা বলে সম্বোধন করেন মমতাকে ৷ তাঁর নিশানায় ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee) ৷ এছাড়াও কুণাল ঘোষ-সহ তৃণমূল নেতৃত্বদের চোর বলে কটাক্ষ করেন তিনি ।

Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.