Bankura Post Master Arrest: গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগ, পুলিশের জালে পোস্ট মাস্টার

By

Published : Jul 27, 2022, 3:04 PM IST

Updated : Feb 3, 2023, 8:25 PM IST

thumbnail

বাঁকুড়ার (Bankura) ইন্দাস (Indas) ব্লকের এক পোস্ট মাস্টারের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা তছরুপের অভিযোগ (Financial Fraud Allegations) উঠেছিল দিন কয়েক আগেই ৷ এই ঘটনা জানাজানি হতেই পলাশির পোস্ট মাস্টারের পদ থেকে অতনু খাঁ নামে ওই ব্যক্তিকে সরিয়ে দেওয়া হয় ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই পোস্ট মাস্টার এলাকার গ্রাহকদের টাকা আত্মসাৎ করে আসছেন ৷ আমানতকারীরা পোস্ট অফিসে গিয়ে টাকা জমা করলেও, অভিযুক্ত পোস্ট মাস্টার সেই টাকা ডাকঘরের অ্য়াকাউন্টে জমা করতেন না বলে দাবি করেছেন ভুক্তভোগীরা ৷ অথচ, গ্রাহকের কাছে থাকা পাসবুকে জমা করা টাকার পরিমাণ লিখে সিলমোহরের ছাপ দিয়ে দিতেন অতনু ! বিষয়টি জানার পর বাঁকুড়ার প্রধান ডাকঘর কর্তৃপক্ষের তরফ থেকে ইন্দাস থানায় একটি অভিযোগ দায়ের করা হয় ৷ তারই ভিত্তিতে মঙ্গলবার রাতে ইন্দাসেরই দীঘল গ্রামে অতনুর বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করে পুলিশ (Post Master Arrest) ৷ তাঁর গ্রেফতারিতে খুশি ভুক্তভোগীরা ৷ তাঁরা চান দোষীর কঠোর শাস্তি হোক এবং সংশ্লিষ্ট প্রশাসন তাঁদের টাকা ফেরতের ব্যবস্থা করুক ৷

Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.