Dharmendra Meets Sukanta: সল্টলেকে বৈঠকে ধর্মেন্দ্র প্রধান, দুর্নীতি নিয়ে সরকারকে তোপ সুকান্তের

By

Published : Sep 23, 2022, 5:07 PM IST

Updated : Feb 3, 2023, 8:28 PM IST

thumbnail

সব চোরই তৃণমূল নয়, তবে সব তৃণমূলই চোর ৷ দুর্নীতি প্রশ্নে রাজ্য সরকারকে এই ভাষাতেই বিঁধলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)৷ অনুব্রত মণ্ডলকে এ দিন একহাত নিয়ে তিনি বলেন, "মাগুর মাছ বিক্রি করতে করতে শিল্পপতি হয়ে উঠেছেন অনুব্রত মণ্ডল ৷ তাঁর মেয়েও এত অল্পদিনে এত ধনী হয়ে উঠেছেন ৷ খেটে খাওয়া মানুষের টাকা চুরি করলে মোদির জমানায় কেউ পার পাবেন না ৷" ডিএ নিয়ে হাইকোর্টের রায় প্রসঙ্গে সরকারকে হুঁশিয়ারি দিয়ে সুকান্ত বলেন, "আইনি পথে হোক বা রাস্তায় নেমে হোক, কান ধরে ডিএ আদায় করব ৷ আর ওরা না দিলে আমরা তো আসছিই, আমরা কেন্দ্রীয় সরকারি হারে ডিএ দেব ৷" প্রাক-পুজো সম্মিলনীতে যোগ দিতে দলের নেতা মিঠুন চক্রবর্তী রাজ্যে আসছেন বলেও জানিয়েছেন সুকান্ত (Dharmendra Meets Sukanta)৷ এ দিন সল্টলেকে আইআইটি খড়গপুর গেস্ট হাউসে তাঁর ও অন্যান্য দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। লোকসভা নির্বাচনের আগে উত্তর কলকাতা, যাদবপুর, দমদম-সহ বেশ কয়েকটি লোকসভার সশক্তিকরণের দায়িত্ব পেয়েছেন ধর্মেন্দ্র প্রধান । সেই লোকসভা কেন্দ্রগুলির দায়িত্বে থাকা বিজেপি কর্মীদের সঙ্গে এ দিন কথা বলেন তিনি ৷ এই বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই, উত্তর কলকাতা জেলা বিজেপির সভাপতি কল্যাণ চৌবে, অনুপম মল্লিক, শমিত দাস-সহ আরও অনেকে ৷

Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.