ETV Bharat / t20-world-cup-2022

T20 World Cup 2022: টি20 বিশ্বকাপে অঘটন, মূলপর্বে উঠতে পারল না 2 বারের বিশ্বজয়ী ওয়েস্ট ইন্ডিজ

author img

By

Published : Oct 21, 2022, 1:26 PM IST

Updated : Oct 21, 2022, 2:23 PM IST

West Indies Not Qualify for Super Twelve Round As They Lose to Ireland by 9 Wickets
West Indies Not Qualify for Super Twelve Round As They Lose to Ireland by 9 Wickets

অস্ট্রেলিয়ায় আয়োজিত টি20 বিশ্বকাপ (T20 World Cup 2022) থেকে ছিটকে গেল ওয়েস্ট ইন্ডিজ ৷ আজ আয়ারল্যান্ডের বিরুদ্ধে 9 উইকেটে ম্যাচ হেরে মূলপর্বে যাওয়া হল না ক্যারিবিয়ানদের (West Indies Not Qualify for Super Twelve Round) ৷

হোবার্ট, 21 অক্টোবর: টি20 বিশ্বকাপে (T20 World Cup 2022) বড় অঘটন ৷ টুর্নামেন্টের মূলপর্বে পৌঁছতে পারল না 2012 ও 2016’র বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ (West Indies Not Qualify for Super Twelve Round) ৷ এ দিন আয়ারল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের মাস্ট উইন ম্যাচ 9 উইকেটে হারলেন নিকোলাস পুরানরা ৷ সেই সঙ্গে গ্রুপ বি- এর প্রথম দল হিসাবে মূলপর্বে পৌঁছে গিয়েছে আয়ারল্যান্ড ৷ জিম্বাবোয়ে বনাম স্কটল্যান্ড ম্যাচ যারা জিতবে, তারা দ্বিতীয় দল হিসাবে সুপার টুয়েলভে কোয়ালিফাই করবে ৷

2021 টি20 বিশ্বকাপের মূলপর্বে গ্রুপে সবার শেষে ছিল ওয়েস্ট ইন্ডিজ ৷ কিন্তু, 2022 টি20 বিশ্বকাপে তার ধারে কাছেও পৌঁছতে পারল না ক্যারিবিয়ান জায়েন্টরা ৷ কোয়ালিফাইং রাউন্ডেই বিদায় নিল তারা ৷ এ দিন আয়ারল্যান্ডের বিরুদ্ধে 9 উইকেটের বিশাল ব্যবধান হেরে টি20 বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন নিকোলাস পুরানরা ৷ এ দিন টস জিতে হোবার্টের অপেক্ষাকৃত স্লো পিচে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন পুরান ৷ কিন্তু, আইরিশ বোলারদের সামনে ক্যারিবিয়ান ব্যাটিং বিস্ফোরণ দেখা যায়নি ৷ নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে মাত্র 146 রান তোলে তারা ৷ ব্র্যান্ডন কিং এ দিন সর্বোচ্চ 62 রান করেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৷

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ম্যাচের রাশ নিজেদের হাতে রেখেছিলেন আইরিশরা ৷ ওপেনার পল স্টার্লিং অপরাজিত 68 রানের ইনিংস খেলে আয়ারল্যান্ডের জয় নিশ্চিত করেন ৷ আরেক ওপেনার বালবারিন 23 বলে 37 রান করেছেন ৷ তিনি আউট হলে উইকেট-কিপার ব্যাটার লরকান টুকার (35 বলে 45 অপরাজিত) স্টার্লিংয়ের সঙ্গে 77 রানের ম্যাচ জেতানো পার্টনার্শিপ করেন ৷ সেই সঙ্গেই ক্যারিবিয়ানদের টি20 বিশ্বকাপের মূলপর্বে ওঠার স্বপ্নকে কফিনবন্দি করে দেয় ৷

আরও পড়ুন: স্বপ্নের প্রত্যাবর্তন, পরিবারকেই কৃতিত্ব দিচ্ছেন অলরাউন্ডার হার্দিক

প্রসঙ্গত, স্কটল্যান্ডের বিরুদ্ধেও 161 রান তাড়া করতে নেমে মাত্র 118 রানে অল-আউট হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ৷ সেখানেও ব্যাটিং ব্যর্থতা প্রকোট হয়ে উঠেছিল ৷ আর এই ম্যাচে ব্যাটিংয়ের পাশাপাশি, বোলিং বিভাগও প্রশ্ন তুলে দিয়েছে ৷ আর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, অস্ট্রেলিয়ার বিমান ধরতে না পারা শিমরন হেটমায়ারকে শৃঙ্খলাভঙ্গের দায়ে 15 জনের দল থেকে বাদ দেওয়া নিয়ে ৷ যেখানে ক্যারিবিয়ানদের মিডল অর্ডারে হেটমায়ারের স্তরের ব্যাটার নেই বললেই চলে ৷

Last Updated :Oct 21, 2022, 2:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.