ETV Bharat / sukhibhava

Skin Care: ত্বকের যত্ন নিন ! চোখ রাখুন শীতকালীন স্কিন কেয়ার টিপসে

author img

By

Published : Nov 5, 2022, 5:31 PM IST

Updated : Nov 5, 2022, 7:56 PM IST

সামনেই শীত ৷ শীতকালে ত্বকের যত্ন নিন ৷ জেনে নিন কীভাবে নেবেন (Skin Care)?

Skin Care News
শীতকলে ত্বকের যত্নের টিপস

হায়দরাবাদ: বাঙালির শীতকাল যেন খুবই প্রিয় ৷ শীত আসতে আর হাতেগোনা কয়েকটা দিন । এখন থেকেই প্রায় ঠাণ্ডা ঠাণ্ডা ভাব । ত্বকেও একটু একটু টান ধরছে । তৈলাক্ত ত্বকও এই সময় শুষ্ক হয়ে যায় । আর ত্বক যদি শুষ্ক হয়ে যায় তার জেল্লা চলে যায় । তাই শীতের শুরু থেকেই ত্বকের যত্ন নেওয়া উচিৎ । জেনে নিন কীভাবে নেবেন শীতকালে ত্বকের যত্ন (Skin Care) ?

শীতে গরম জলে স্নান করেন প্রায় সকলেই । কিন্তু জানেন কী গরম জল ত্বকের আর্দ্রতা কমিয়ে দেয় । তাই গরম জলে মুখ কখনওই ধোয়া উচিৎ নয় ।

শীতে ত্বক বেশি শুষ্ক হয়ে যায় । তাই ত্বককে ময়শ্চারাইজ করা প্রয়োজন । স্নান করার পর এবং রাতে শুতে যাওয়ার আগে ভালো করে মুখে ক্রিম লাগানো দরকার ৷ অয়েল বেসড ময়শ্চারাইজার ব্যবহার করা ভালো । এই সময় ত্বককে ময়শ্চারাইজ করলে, ত্বক মোলায়েম ও নরম থাকে ৷ শীতকালে মরা চামড়ার কারণে ত্বক নির্জীব হয়ে যায় । শুষ্ক ত্বকেই এই সমস্যা বেশি হয় । তাই শুষ্ক ত্বক থেকে বাঁচতে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন ৷

আরও পড়ুন: গর্ভাবস্থাতেও প্রয়োজনীয় রূপচর্চা, বিশেষভাবে ত্বকের যত্ন নিন

শুধু ত্বকের যত্ন নিলেই হবে না । ঠোঁটের কথাও মনে রাখতে হবে । শীত কালে শুষ্ক, ফাটা ঠোঁটের সমস্যায় সকলেই ভোগেন । তাই লিপ জেল বা লিপ গ্লস ব্যবহার করা দরকার । পেট্রোলিয়াম জেলিও ব্যবহার করা যেতে পারে ।

শীতকলে চুলের যত্ন আরও বেশি প্রয়োজন ৷ কারম শীতকালে চুলে খুশকি খুব বেশি পরিমাণে হয় ৷ চুলে খুশকি মুখে অনেক কিছুর বার হওয়ার সম্ভবনা থাকে ৷ ফলে চুলকে নিয়মিত পরিষ্কীর রাখুন ৷

Last Updated : Nov 5, 2022, 7:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.