ETV Bharat / sukhibhava

Coffee for Skin Care: ত্বককে উজ্জ্বল রাখতে বাড়িতেই বানান কফির স্ক্রাব

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 25, 2023, 7:37 PM IST

Coffee for Skin Care News
ত্বককে উজ্জ্বল রাখতে বাড়িতেই বানান কফির স্ক্রাব

Skin Care: ত্বকের জন্যও কফি ভীষণ উপকারী ৷ জেনে নিন, কীভাবে আপনি ত্বকের জন্য কফিকে ব্যবহার করবেন ?

হায়দরাবাদ: ক্লান্তিভাব দূর করতে কফির জুড়ি মেলা ভার । সকালের ক্লান্তি হোক বা মানসিক চাপ আমরা প্রথমেই কফিকে বেছে নিই ৷ তবে কফি শুধুমাত্র যে খাওয়ার ক্ষেত্রে কাজে লাগে এমনটা নয়, ত্বকের জন্যও কফি ভীষণ উপকারী ৷ কফি দিয়ে ঘরোয়া উপায়ে বিভিন্ন স্ক্রাব তৈরি করা যায় ৷ এই কফি ত্বকের বিভিন্ন সমস্যা দূর করে ৷ কফি ত্বককে উজ্জ্বলও রাখে ৷ ব্রণের সমস্যা দূর করে ৷ জেনে নিন, ঘরোয়া উপায়ে কীভাবে ত্বকে ব্যবহার করা যায় ?

কফি ও লেবুর রসের স্ক্রাব: দুই টেবিল চামচ কফির গুড়ো নিন এবং দুই টেবিল চামচ মতো টকদই, এক চা চামচ নারকেল তেল ও এক চামচ লেবুর রস নিয়ে ভালো করে একটি মিশ্রণ তৈরি করুন । তারপর সারামুখে ভালো করে লাগান ৷ 30 মিনিট মতো রেখে দিন । তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন ৷ এতে ত্বকের কালো ভাব দূর করতে সাহায্য করবে ৷

কফি দারুচিনি স্ক্রাব: হাফ কাপ কফি, এক কাপ নারকেল তেল, হাফ কাপ চিনি, এক চা চামচ দারুচিনির গুঁড়ো নিয়ে ভালো করে মিশিয়ে নিন ৷ স্নানের সময় এই স্ক্রাবটি সারা শরীরে ভালো করে লাগিয়ে নিতে পারেন ৷ তারপর 10-15 মিনিট মতো স্ক্রাব করুন ও ধুয়ে ফেলুন ৷ এতে আপনার ত্বক ভালো রাখবে ৷ ত্বকের তেল ভাব দূর হবে ৷

কফি, মধু ও দইয়ের স্ক্রাব: দুই চা চামচ কফি গুঁড়ো, দুই চামচ টক দই, এক চামচ মধু ভালো করে মেশাতে হবে । এই মিশ্রণ ভালো করে মুখে লাগিয়ে 10 থেকে 15 মিনিট রেখে জলে ধুয়ে ফেলুন ৷

কফি, অ্যালোভেরা জেল এবং ভিটামিন ই ক্যাপসুল স্ক্রাব: অ্যালোভেরা জেল এবং ভিটামিন-ই ক্যাপসুল কফির সঙ্গে মিশিয়ে স্ক্রাব তৈরি করতে পারেন ৷ এই স্ক্রাব ব্যবহারে আপনার ত্বককে উজ্জ্বল করতে সাহায্য় করবে ৷

আরও পড়ুন: ইয়ার বাড ব্যবহার না করে কানের ময়লা পরিষ্কার করুন এই ঘরোয়া উপায়ে

(পরামর্শগুলি শুধুমাত্র সাধারণ তথ্যের ভিত্তিতে ৷ আপনার কোনও প্রশ্ন থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.