ETV Bharat / sukhibhava

Shoulder Pain Relief: ডেস্কে টানা বসলেই কাঁধ টনটন, মুক্তি পেতে ব্যায়ামের পদ্ধতি বাতলালেন শিল্পা

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2023, 5:53 PM IST

Shilpa on Shoulder Pain News
মুক্তি পেতে ব্যায়ামের পদ্ধতি দেখালেন শিল্পা শেট্টি

একই জায়গায় এবং একই ভঙ্গিতে অবিরাম বসে কাজ করলে কাঁধ, ঘাড় এবং পিঠে ব্যথার মতো সমস্যা হতে পারে । যারা ডেস্কে বসে কাজ করেন, তাদের মধ্যে এই সমস্যাটি খুবই সাধারণ । এবার শিল্পা শেট্টির কথামতো চললেই গায়েব হবে যাবতীয় সমস্যা ৷

হায়দরাবাদ: একটানা ডেস্কে বসে কাজ করা, ঠিকমতো ঘুম না-হওয়া এবং বসে থাকার কারণে ঘাড়, কাঁধ এবং পিঠে ব্যথা হতে পারে । সময়মতো মনোযোগ না-দিলে এই সমস্যা আরও বাড়তে পারে । এতটাই বেড়ে যেতে পারে যে বসতে বা ঘুমোতেও অসুবিধা করতে পারে ৷ তাই আপনি যদি এই জায়গাগুলিতে সামান্য ব্যথাও অনুভব করেন তবে এটিকে হালকাভাবে নেবেন না । সকাল বা সন্ধ্যায় যখনই সময় পান হালকা ব্যায়াম করুন ।

ঘাড় ও কাঁধের ব্যথা উপশমের ব্যায়াম করার পদ্ধতি বললেন শিল্পা শেট্টি:

বলিউডের ফিট অভিনেত্রীদের একজন শিল্পা শেট্টি মানুষদের জন্য খুব সহজ একটি ব্যায়াম নিয়ে এসেছেন । যার ভিডিয়ো তিনি তাঁর সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন । তিনি বলেছেন, আপনি যে কোনও সময় এই অনুশীলনটি করতে পারেন । প্রতিদিন করলে উপকার আছে কিন্তু সময়ের অভাব হলে সপ্তাহে 4 থেকে 5 দিন করলেও উপকার পাওয়া যাবে । এই ব্যায়াম করলে বুক ও কাঁধের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় । জড়তাভাব চলে যায় ৷

ব্যায়াম করার উপায়:

ব্যায়ামের উপায় দেখিয়ে দিয়েছেন শিল্পা শেট্টি ৷ এই ব্যায়াম করতে আপনার একটি টেনিস বল লাগবে । পেট নীচের দিকে রেখে ভরে শুয়ে পড়তে হবে । টেনিস বলকে ডান হাতে নিন এবং বাঁ-হাত দিয়ে পিছন থেকে ধরার চেষ্টা করুন । একইভাবে বাঁ-হাত থেকে ডান হাতে তুলে দিতে হবে । এটি একবারে কমপক্ষে 10 বার করুন ।

বিরতি নিন এবং আবার শুরু করুন । এটি কমপক্ষে দু’বার থেকে তিনবার করার চেষ্টা করুন । শুধু কাঁধ, ঘাড় এবং পিঠের ব্যথাই দূর হবে না ৷ এটি হাতের পেশীকেও শক্তিশালী করে । টেনিস বলের পরিবর্তে আপনি একটি স্ট্রেস বল, কাঠের টুকরো বা অনুরূপ কোনও বস্তু যেটিতে আঘাত লাগার সম্ভাবনা নেই, সেগুলিও ব্যবহার করতে পারেন ৷

আরও পড়ুন: কার্বনেটেড পানীয় শুধু স্বাস্থ্য নয়, মুখেরও ক্ষতি করে; এর পার্শ্বপ্রতিক্রিয়া জানেন তো ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.