ETV Bharat / sukhibhava

Water after Taking Tea: চা খেয়েই জল খান ? অভ্যাস বজায় থাকলে আসতে চলেছে বড় বিপদ

author img

By

Published : Feb 21, 2023, 1:07 PM IST

চা খাওয়ার আগে জল পান করা উচিত নয় ৷ কেন জানেন (Taking Tea)?

Health Tips
জেনে নিন চা খাওয়ার পর জল খাওয়া কেন উচিত নয়

হায়দরাবাদ: চা নিয়ে আলোচনা বাদ দেওয়া যায় না । বাঙালি মানে চায়ের আড্ডা তো থাকবেই ৷ ভারতের অন্যান্য প্রান্তেও চা পানকারীদের সংখ্যা প্রচুর । এছাড়া জীবনযাত্রার পরিবর্তনের কারণে কেউ কেউ কোনও খাবার না-খেয়ে ঘনঘন চা পান করছেন । ফলে স্বাস্থ্য সমস্যা বাড়ছে । আপনি নিশ্চয়ই শুনেছেন যে খালিপেটে চা পান করার আগে এক গ্লাস জল পান করা স্বাস্থ্যের জন্য ভালো । এছাড়াও, চা পান করার পর জল পান করলে স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ে, জেনে নিন কেন (Drunk Immediately After Taking Tea)?

চা পানের পর অ্যাসিডিটি ও অন্যান্য সমস্যা দেখা দেয় । চা পান করার সময়ও বিশেষ যত্ন নিতে হবে । উদাহরণস্বরূপ, আপনি যদি গরম চায়ের সঙ্গে কিছু ঠান্ডা তরল পান করেন তবে সমস্যা আরও বাড়তে পারে । চায়ের সঙ্গে ঠান্ডা জল পান করাও খুব ক্ষতিকর । গরম চা খাওয়ার পরপরই জল পান করলে পেট খারাপ হতে পারে । পেটে গ্যাস হয় বলে চা খাওয়ার পরপরই জল পান করা নিষেধ করা হয়ে থাকে ।

ঠান্ডার সমস্যা হতে পারে: একইভাবে চা খাওয়ার পরপরই জল পান করলে ঠান্ডা ও ফ্লু সমস্যা হতে পারে । গলা ব্যথা হবে, হাঁচি হতে পারে । এই অভ্যাস বারবার চলতে থাকলে সমস্যা আরও গুরুতর হতে পারে ।

দাঁত প্রভাবিত হতে পারে: চা খাওয়ার পরপরই জল পান করা দাঁতের ক্ষতি করে । এটি দাঁতের ক্ষয়, হলুদ, সংবেদনশীলতা সৃষ্টি করতে পারে । একটু ঠান্ডা ও গরম জল দাঁতে প্রভাব ফেলতে পারে । তাই এসব অভ্যাস এড়িয়ে চলুন ।

আরও পড়ুন: জেনে নিন কেন গর্ভবতী মহিলাদের পেঁপে খাওয়া উচিত নয়

(উপরের সমস্ত বিবরণ শুধুমাত্র সাধারণ তথ্যের উপর ভিত্তি করে। যেকোনো স্বাস্থ্য সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ জরুরি) ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.