ETV Bharat / snippets

আসানসোলের নিষিদ্ধপল্লিতে দালালের খপ্পরে 5, উদ্ধার পুলিশের হস্তক্ষেপে

author img

By ETV Bharat Bangla Team

Published : May 24, 2024, 11:31 AM IST

Asansol Red Light Area
আসানসোলের লছিপুর নিষিদ্ধপল্লি (নিজস্ব ছবি)

নিষিদ্ধ পল্লিতে দালাল রাজ ৷ বৃহস্পতিবার বিহারের গয়া জেলা থেকে 5 জন এসেছিল আসানসোলের কুলটির লছিপুর নিষিদ্ধপল্লিতে। তাদের মনোরঞ্জনের ব্যবস্থাও করে দেয় দালালরা। অভিযোগ, এরপর তাঁরা সেখান থকে বেরোতে গেলে তাঁদের কাছ থেকে 1 লক্ষ 30 হাজার টাকা দাবি করেন দালালরা । টাকা দিতে অস্বীকার করায় 5 জনকে আটকে রাখার অভিযোগ দালালদের বিরুদ্ধে । তাদের মধ্যে থেকে একজন কোনও ভাবে পালায় সেখান থেকে পালায় ৷ সে পুলিশকে সমস্ত ঘটনাটি জানায় ৷ এরপর নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ গিয়ে বাকি 4 জনকে উদ্ধার করে ৷ যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও দালালকে গ্রেফতার বা আটক হয়নি ৷ এই দালালরাজের জেরেই আতঙ্কিত যৌনকর্মীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.