ETV Bharat / state

বালুরঘাটে ভস্মীভূত 3 দোকান

author img

By

Published : Mar 31, 2020, 6:09 PM IST

ঘণ্টাখানেকের চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে এলেও ততক্ষণে ভস্মীভূত হয়ে যায় তিনটি দোকান ।

three shops burned in fire in balurghat
three shops burned in fire in balurghat

বালুরঘাট, 31 মার্চ: একে তো লকডাউনের জেরে বন্ধ ব্যবসা । রোজগারপাতি নেই । মরার উপর খাঁড়ার ঘায়ের মতো তার মধ্যেই বালুরঘাটে আগুনে পুড়ে ছাই হয়ে গেল তিনটি দোকান । মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে বালুরঘাট শহর লাগোয়া খিদিরপুর শিবমন্দির এলাকায় । ঘণ্টাখানেকের চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে এলেও ততক্ষণে ভস্মীভূত হয়ে যায় তিনটি দোকান ।

খিদিরপুর শিবমন্দির সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি দোকান রয়েছে । তবে লকডাউনের জন্য বেশিরভাগ দোকানই এখন বন্ধ । যদিও মঙ্গলবার সকালে একটি-দুটি দোকান খোলা ছিল । দোকান খুললেও বিদ্যুৎ না থাকায় ফের বন্ধ করে দেন ব্যবসায়ীরা । সকাল সাড়ে দশটা নাগাদ দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখে দমকল ও পুলিশে খবর দেয় স্থানীয়রা । খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন আয়ত্তে আসে। যদিও ততক্ষণে পুড়ে গিয়েছে দুটি মোবাইলের দোকান ও একটি বিউটি পার্লার । আর্থিক সংকটের সময় দোকানের সব কিছু পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে ব্যবসায়ীরা । 3 দোকান মিলিয়ে প্রায় লাখখানেক টাকার জিনিস পুড়ে গেছে বলে জানা যাচ্ছে । শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকল ও পুলিশের ।

এবিষয়ে ক্ষতিগ্রস্ত মোবাইল দোকানের মালিক পিন্টু দেব জানান, “আজ সকালে একটু সময়ের জন্য দোকান খুলেছিলাম । বিদ্যুৎ না থাকায় মেন সুইচ অফ করে দোকান বন্ধ করে দি । বাড়ি ফেরার পরই আগুন লাগার বিষয়ে জানতে পারি ।“ কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.