Sabooj Sathi Cycle Sale At Market: সবুজসাথী প্রকল্পের সাইকেল বিক্রি হচ্ছে হাটে, উদ্ধার 17টি সাইকেল

author img

By

Published : Mar 21, 2022, 3:32 PM IST

Updated : Mar 21, 2022, 4:09 PM IST

Sabooj Sathi Cycle

মুখ্য়মন্ত্রীর সবুজসাথী প্রকল্পের সাইকেল বিক্রি হচ্ছে স্থানীয় হাটে (Sabooj Sathi Cycle Sale At Market) ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় করণদিঘি থানার পুলিশ ৷ উদ্ধার করা হয়েছ 17টি সাইকেল ৷

রায়গঞ্জ, 21 মার্চ: মুখ্যমন্ত্রীর সাধের সবুজসাথী প্রকল্পের সাইকেল বিক্রি হচ্ছে করণদিঘির খোয়াসপুর হাটে। ছাত্র-ছাত্রীদের বাড়ি থেকে স্কুলে যাতায়াতের সুবিধার জন্য তাদের হাতে সবুজসাথীর সাইকেল তুলে দেওয়া হয় (Sabooj Sathi Cycle Sale At Market)। কিন্তু উত্তর দিনাজপুরের করণদিঘিতে দেখা গেল, রাজ্য সরকারের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের জন্য় দেওয়া সাইকেল অভিভাবকেরা বিক্রির জন্য হাটে নিয়ে এসেছেন। খবর পেয়েই ঘটনাস্থলে আসে করণদিঘি থানার পুলিশ। হাট থেকে উদ্ধার করা হয় 17টি সবুজসাথী প্রকল্পের সাইকেল।

বাড়ি থেকে দূরে বিদ্যালয় হওয়ার কারণে অনেক ছাত্রছাত্রীই হেঁটে বিদ্যালয়ে পৌঁছাতে পারত না। ফলে ছাত্রছাত্রীদের স্কুলে যাতায়াতে চরম সমস্যা হত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় উদ্যোগ নেন তাঁর স্বপ্নের প্রকল্প সবুজসাথীর। গ্রাম থেকে শহর রাজ্যের সমস্ত বিদ্যালয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য সবুজসাথী প্রকল্পের সাইকেল বিলি করা হয়। কয়েক বছর ধরে সারা রাজ্যে কোটি সাইকেল বিলি করে রাজ্য সরকার।

আরও পড়ুন : Sabooj Sathi bicycle Selling : 'ব্যবহারের অযোগ্য', 200 টাকায় বিক্রি হচ্ছে সবুজ সাথীর সাইকেল

কিন্তু উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকে দেখা গেল, সেই সবুজসাথীর সাইকেলই বিক্রি করার জন্য খোয়াসপুর হাটে নিয়ে এসেছেন অভিভাবকরা। জলের দামে বিক্রি হচ্ছিল এই সাইকেল। খবর পেয়ে খোয়াসপুর হাটে অভিযান চালিয়ে 17টি সাইকেল উদ্ধার করে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন করণদিঘি থানার আইসি সৌম্যজিৎ রায়।

করণদিঘি ব্লকের বিডিও নীতিশ তামাং বলেন, ‘‘বিষয়টি আমার জানা ছিল না। আপনাদের কাছ থেকে শুনতে পেলাম। এধরণের কোনও ঘটনা ঘটলে নিশ্চয়ই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ৷’’

Last Updated :Mar 21, 2022, 4:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.