ETV Bharat / state

সংক্রমণের আশঙ্কায় সরকারি নির্দেশ সত্ত্বেও রায়গঞ্জে চলল না বেসরকারি বাস

author img

By

Published : May 4, 2020, 12:39 PM IST

সরকারের অনুমতি মেলার পরও আজ বাস চালাল না রায়গঞ্জ বাস ওনার্স অ্যাসোসিয়েশেন । তাদের আশঙ্কা, বাস পরিষেবা শুরু করলে সংক্রমিত হতে পারেন বাস চালক থেকে শুরু করে কনডাক্টররা ।

Raiganj Bus Owners Association
রায়গঞ্জ বাস ওনার্স অ্যাসোসিয়েশন

রায়গঞ্জ, 4 মে : রাজ্যের গ্রিন জ়োনগুলিতে 20 জন যাত্রী নিয়ে বেসরকারি বাস চালানোর অনুমতি দিয়েছে রাজ্য সরকার । কিন্তু আজ বাস চালায়নি রায়গঞ্জ বাস ওনার্স অ্যাসোসিয়েশেন । তাদের আশঙ্কা, বাস পরিষেবা শুরু করলে সংক্রমিত হতে পারেন বাস চালক থেকে শুরু করে কনডাক্টররা ।

লকডাউনের মেয়াদ ফের বাড়ানো হয়েছে । তবে, রাজ্যের গ্রিন জ়োনগুলিতে 20 জন যাত্রী নিয়ে বেসরকারি বাস চালানোর অনুমতি দিয়েছে রাজ্য সরকার । কিন্তু সরকারের এই নির্দেশ মানতে অস্বীকার করে রায়গঞ্জ বাস ওনার্স অ্যাসোসিয়েশন । তাই আজ বাস পরিষেবা দেয়নি তারা । তাদের আশঙ্কা, বাস পরিষেবা চালু হলে কোরোনায় সংক্রমিত হতে পারেন চালক ও কন্ডাক্টররা । ফলে নতুন করে সমস্যায় পড়বেন বাস মালিকরা । তাই সরকারি নির্দেশ না মানার সিদ্ধান্ত নিয়েছে তারা ।

রায়গঞ্জ বাস ওনার্স অ্যাসোসিয়েশনের এই সিদ্ধান্তকে সমর্থন করেছে তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC । অন্যদিকে সরকারের অনুমতি মেলায় আজ রায়গঞ্জে কিছু দোকানপাট খুলেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.