ETV Bharat / state

Covid in Raigang : রায়গঞ্জে রোজই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, তবু হুঁশ নেই সাধারণ মানুষের

author img

By

Published : Jan 3, 2022, 3:58 PM IST

রোজই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা তবু হুঁশ নেই সাধারণ মানুষের ৷ রায়গঞ্জ শহরের অন্যতম বৃহত্তম বাজার মোহনবাটি বাজারে দেখা গেল বেশিরভাগ মানুষের নেই মাস্ক ৷ কেউই মানছেন না সামাজিক দূরত্ব বিধি (public unawareness about corona)।

public unawareness about corona
রোজই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা তবু হুশ নেই সাধারণ মানুষের

রায়গঞ্জ, ৩ জানুয়ারি : বছরের শুরুতেই কোভিড সংক্রমণ ফের ঊর্দ্ধমুখী হয়ে পড়ায় উদ্বিগ্ন রাজ্য প্রশাসন । ইতিমধ্যেই ঘোষণা করে দেওয়া হয়েছে কোভিড বিধিনিষেধ । কিন্তু সাধারণ মানুষের হুঁশ ফেরেনি তবুও (people are still careless about Covid)। রায়গঞ্জ শহরের অন্যতম বৃহত্তম বাজার মোহনবাটি বাজারে দেখা গেল কেউই মানছেন না সামাজিক দূরত্ব বিধি । বেশিরভাগ মানুষের নেই মাস্ক ৷

এই অসচেতনতার কারণেই রায়গঞ্জ শহরেও বাড়ছে করোনা (covid increasing in raiganj )। ইতিমধ্যেই রায়গঞ্জ শহরে করোনা সংক্রমিতের সংখ্যা যথেষ্ট বেড়ে গিয়েছে । রায়গঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে মাইকিংয়ের মাধ্যমে মানুষকে সচেতন এবং সতর্ক করা হলেও সাধারণ মানুষ একেবারেই উদাসীন । এমনই ছবি দেখা গেল রায়গঞ্জ শহরের মোহনবাটি বাজারে । করোনার সংক্রমণ আচমকা বেড়ে যাওয়ায় কড়া বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার । মিটিং, মিছিল, সভা, সমিতি বন্ধ রাখার পাশাপাশি জারি হয়েছে নাইট কার্ফু ৷

করোনা বাড়ছে তবু কমছে না অসচেতনতা

আরও পড়ুন : 15 বছরের ঊর্ধ্বে আজ থেকেই শুরু ভ্যাকসিনেশন

প্রত্যেকে যাতে মাস্ক ব্যাবহার করেন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে তাঁদের কাজকর্ম করেন সেইদিকে কড়া নজর রাখছে প্রশাসন । একে করোনার ভয় তো ছিলই, অন্যদিকে মরার ওপর খাঁড়ার ঘায়ের মত বেড়ে চলেছে তার ওমিক্রনের সংক্রমণও ৷ তবু মানুষের অসচেতনতায় প্রমাদ গুনছে রায়গঞ্জ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.