ETV Bharat / state

'ছেলেধরা' গুজব মোকাবিলায় পথে নামলেন পুলিশ সুপার, বারাসতের রাস্তায় বিলি লিফলেট - Barasat Mob Lynching Incident

Rumour of Barasat: শিশুচুরির ঘটনায় গুজব ছড়ানোকে কেন্দ্র করে উত্তপ্ত বারাসতকে নিয়ন্ত্রণ করতে রাস্তায় নামলেন খোদ পুলিশ সুপার ৷ স্কুলের সামনে থাকা অভিভাবকদের সঙ্গে কথা বলার পাশাপাশি গুজবে কান না দেওয়ার আবেদন জানালেন ৷ এই বিষয়ে কী বক্তব্য তাঁর ?

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 20, 2024, 6:08 PM IST

Barasat News
গুজবে কান না দেওয়ার আবেদন জানিয়ে লিফলেট বিলি পুলিশ সুপারের (নিজস্ব ছবি)

বারাসত, 20 জুন: পরিস্থিতি সামাল দিতে মাঠে নামলেন এসপি নিজে ৷ ছেলেধরা গুজবে গত কয়েকদিন ধরেই তেতে রয়েছে উত্তর 24 পরগনার জেলাসদর বারাসত ৷ গুজবের জেরে ঘটেছে একাধিক গণপিটুনির ঘটনাও । যা সামাল দিতে গিয়ে পুলিশকেও হামলার মুখে পড়তে হয়েছে ৷ এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সকাল থেকেই বারাসত জেলা পুলিশকে বাড়তি সর্তকতা নিতে দেখা গিয়েছে ।

বারাসতে গুজব ওড়াতে ময়দানে পুলিশ সুপার (নিজস্ব ভিডিয়ো)

শহরের প্রতিটি স্কুলের সামনে বসেছে পুলিশ পিকেট ৷ পাশাপাশি অভিভাবকদের সচেতন করতে খোদ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখাড়িয়া রাস্তায় নেমেছেন ৷ ছেলেধরা গুজব এবং গণপিটুনির ঘটনা রোধে তিনি নিজে লিফলেট বিলি করেছেন ৷ পাশাপাশি পুলিশ সুপার এদিন কথা বলেন অভিভাবকদের সঙ্গেও ।

অভিভাবকদের আশ্বস্ত করে এসপি প্রতীক্ষা জানিয়েছেন, শিশুচুরির কোনও ঘটনাই ঘটেনি ৷ পুরোটাই গুজব ৷ সেই গুজবে যেন মা-বাবারা কান না দেন ৷ একথা তিনি বারবার মনে করিয়ে দিয়েছেন ৷ পুলিশ সূত্রে খবর, সোশাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে এক তরুণী-সহ দু'জনকে গ্রেফতার করা হয়েছে । ওই তরুণী গ্রুপ অ্যাডমিন বলে জানিয়েছে বারাসত জেলা পুলিশ । ধৃত ওই দু'জনের থেকে তথ্য পেতে তাঁদের হেফাজতে নিয়ে জেরা করতে চায় পুলিশ ৷

সম্প্রতি বারাসতের কাজিপাড়ায় 11 বছরের এক নিখোঁজ নাবালকের পচাগলা দেহ উদ্ধারের ঘটনার পর থেকেই শিশু চুরির গুজব ছড়িয়ে পড়ে শহরজুড়ে । খুনের পর ওই নাবালকের দেহ থেকে কিডনি এবং চোখ উপড়ে নেওয়া হয় ৷ সেই অঙ্গগুলি পাচার করে দিয়েছে একশ্রেণির শিশু পাচারচক্র ৷ এমন নৃশংস ঘটনা পোস্টের মাধ্যমে ছড়িয়ে পড়ে শহরের আনাচে কানাচে, যা পুরোপুরি ভুয়ো বলে জানা গিয়েছে ।

ফলে, সন্তানদের কথা ভেবে আতঙ্কিত হয়ে পড়েন অভিভাবকরা । যদিও পুলিশের তরফে পাচারচক্র সক্রিয় থাকার কথা অস্বীকার করে পুরোটাই গুজব বলে সতর্ক করা হয়েছে জনসাধারণকে ৷ তারপরও ছেলেধরার গুজব নিয়ে একের পর এক ভুয়ো খবর বাড়ছিল সোশাল মিডিয়ায় । যা ঘিরেই বুধবার রণক্ষেত্র হয়ে ওঠে বারাসতের কামাখ্যা মন্দির সংলগ্ন এলাকা ।

পরে সংবাদমাধ্যমে পুলিশ সুপার বলেন, "ভয় পাওয়ার কোনও কারণ নেই । আমি নিজে অভিভাবকদের সঙ্গে কথা বলেছি । একজন বললেন, তিনি 11 বছর ধরে এখানে আসছেন কোনওদিন এরকম কিছু শোনেনি । এটা সম্পূর্ণ গুজব । আমি নিজে এখানে এসেছি । কারণ গতকাল (বুধবার) এখানে দু'টি অবাঞ্ছিত ঘটনা ঘটেছে । সেই ঘটনায় আমরা 18 জনকে গ্রেফতার করেছি । এছাড়া, সোশাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে আরও দু'জনকে গ্রেফতার করা হয়েছে । ধৃতদের মধ্যে থেকে আমরা চারজনকে পুলিশ হেফাজতে নিয়ে জেরা করব । যাতে আরও অনেক তথ্য বেরিয়ে আসে । আরও কিছু ফেক ফেসবুক অ্যাকাউন্টের নাম পেয়েছি । তাঁদেরও ধরা হবে । কাউকেই রেয়াত করা হবে না ।"

বৃহস্পতিবার সকাল থেকে সাধারণ মানুষকে সচেতন এবং সতর্ক করতে পাড়ায় পাড়ায় জোরকদমে প্রচার শুরু করেছে পুলিশ । শুধু তাই নয়, একাধিক গণপিটুনি এবং পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার করা হয়েছে 18 জনকে । এছাড়া সোশাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগে আরও দু'জনকে পাকড়াও করেছে পুলিশ ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত গ্রেফতারের সংখ্যা 20 ।

বারাসত, 20 জুন: পরিস্থিতি সামাল দিতে মাঠে নামলেন এসপি নিজে ৷ ছেলেধরা গুজবে গত কয়েকদিন ধরেই তেতে রয়েছে উত্তর 24 পরগনার জেলাসদর বারাসত ৷ গুজবের জেরে ঘটেছে একাধিক গণপিটুনির ঘটনাও । যা সামাল দিতে গিয়ে পুলিশকেও হামলার মুখে পড়তে হয়েছে ৷ এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সকাল থেকেই বারাসত জেলা পুলিশকে বাড়তি সর্তকতা নিতে দেখা গিয়েছে ।

বারাসতে গুজব ওড়াতে ময়দানে পুলিশ সুপার (নিজস্ব ভিডিয়ো)

শহরের প্রতিটি স্কুলের সামনে বসেছে পুলিশ পিকেট ৷ পাশাপাশি অভিভাবকদের সচেতন করতে খোদ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখাড়িয়া রাস্তায় নেমেছেন ৷ ছেলেধরা গুজব এবং গণপিটুনির ঘটনা রোধে তিনি নিজে লিফলেট বিলি করেছেন ৷ পাশাপাশি পুলিশ সুপার এদিন কথা বলেন অভিভাবকদের সঙ্গেও ।

অভিভাবকদের আশ্বস্ত করে এসপি প্রতীক্ষা জানিয়েছেন, শিশুচুরির কোনও ঘটনাই ঘটেনি ৷ পুরোটাই গুজব ৷ সেই গুজবে যেন মা-বাবারা কান না দেন ৷ একথা তিনি বারবার মনে করিয়ে দিয়েছেন ৷ পুলিশ সূত্রে খবর, সোশাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে এক তরুণী-সহ দু'জনকে গ্রেফতার করা হয়েছে । ওই তরুণী গ্রুপ অ্যাডমিন বলে জানিয়েছে বারাসত জেলা পুলিশ । ধৃত ওই দু'জনের থেকে তথ্য পেতে তাঁদের হেফাজতে নিয়ে জেরা করতে চায় পুলিশ ৷

সম্প্রতি বারাসতের কাজিপাড়ায় 11 বছরের এক নিখোঁজ নাবালকের পচাগলা দেহ উদ্ধারের ঘটনার পর থেকেই শিশু চুরির গুজব ছড়িয়ে পড়ে শহরজুড়ে । খুনের পর ওই নাবালকের দেহ থেকে কিডনি এবং চোখ উপড়ে নেওয়া হয় ৷ সেই অঙ্গগুলি পাচার করে দিয়েছে একশ্রেণির শিশু পাচারচক্র ৷ এমন নৃশংস ঘটনা পোস্টের মাধ্যমে ছড়িয়ে পড়ে শহরের আনাচে কানাচে, যা পুরোপুরি ভুয়ো বলে জানা গিয়েছে ।

ফলে, সন্তানদের কথা ভেবে আতঙ্কিত হয়ে পড়েন অভিভাবকরা । যদিও পুলিশের তরফে পাচারচক্র সক্রিয় থাকার কথা অস্বীকার করে পুরোটাই গুজব বলে সতর্ক করা হয়েছে জনসাধারণকে ৷ তারপরও ছেলেধরার গুজব নিয়ে একের পর এক ভুয়ো খবর বাড়ছিল সোশাল মিডিয়ায় । যা ঘিরেই বুধবার রণক্ষেত্র হয়ে ওঠে বারাসতের কামাখ্যা মন্দির সংলগ্ন এলাকা ।

পরে সংবাদমাধ্যমে পুলিশ সুপার বলেন, "ভয় পাওয়ার কোনও কারণ নেই । আমি নিজে অভিভাবকদের সঙ্গে কথা বলেছি । একজন বললেন, তিনি 11 বছর ধরে এখানে আসছেন কোনওদিন এরকম কিছু শোনেনি । এটা সম্পূর্ণ গুজব । আমি নিজে এখানে এসেছি । কারণ গতকাল (বুধবার) এখানে দু'টি অবাঞ্ছিত ঘটনা ঘটেছে । সেই ঘটনায় আমরা 18 জনকে গ্রেফতার করেছি । এছাড়া, সোশাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে আরও দু'জনকে গ্রেফতার করা হয়েছে । ধৃতদের মধ্যে থেকে আমরা চারজনকে পুলিশ হেফাজতে নিয়ে জেরা করব । যাতে আরও অনেক তথ্য বেরিয়ে আসে । আরও কিছু ফেক ফেসবুক অ্যাকাউন্টের নাম পেয়েছি । তাঁদেরও ধরা হবে । কাউকেই রেয়াত করা হবে না ।"

বৃহস্পতিবার সকাল থেকে সাধারণ মানুষকে সচেতন এবং সতর্ক করতে পাড়ায় পাড়ায় জোরকদমে প্রচার শুরু করেছে পুলিশ । শুধু তাই নয়, একাধিক গণপিটুনি এবং পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার করা হয়েছে 18 জনকে । এছাড়া সোশাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগে আরও দু'জনকে পাকড়াও করেছে পুলিশ ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত গ্রেফতারের সংখ্যা 20 ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.