ETV Bharat / bharat

COVID 19 Vaccination: 15 বছরের ঊর্ধ্বে আজ থেকেই শুরু ভ্যাকসিনেশন

author img

By

Published : Jan 3, 2022, 9:00 AM IST

আজ থেকেই সারা দেশে শুরু হচ্ছে 15-18 বছর বয়সিদের টিকাকরণ (covid Vaccination) ৷ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন পাঠানো হয়েছে ৷ একথা জানিয়েছেন, কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ ৷

COVID-19 Vaccination
15 বছরের ঊর্ধে আজ থেকেই শুরু ভ্যাকসিনেশন

নয়াদিল্লি, 3 জানুয়ারি: সারা দেশে আজ থেকেই শুরু হচ্ছে 15-18 বছর বয়সিদের টিকাকরণ (covid Vaccination) ৷ 25 ডিসেম্বর জাতীর উদ্দেশ্যে ভাষণের সময় টিকারণের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ অন্যান্য টিকাকরণগুলি চালু হবে 10 জানুয়ারি থেকে ৷ ইতিমধ্যেই 15-18 বছর বয়সিদের টিকাকরণের কাজ শুরু করেছে কেন্দ্র ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, ইতিমধ্যেই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কোভ্যাকসিন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন পাঠানো হয়েছে ৷

1 জানুয়ারি 2022 থেকে কো-উইন অ্যাপে অথবা টিকাকরণ কেন্দ্রে গিয়েও রেজিষ্ট্রেশন শুরু হয়েছে ৷ 2007 সাল বা তার আগে যাদের জন্ম হয়েছে তারা ভ্যাকসিন নিতে পারবে বলেও জানানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে ৷ টিকাকরণ কেন্দ্রগুলিতে মেনে চলতে হবে কোভিডবিধি ৷ টিকা দেওয়ার পর আধঘণ্টা পর্যবেক্ষণ করা হবে টিকা যারা নিয়েছেন তাদের ৷ প্রথম টিকা নেওয়ার 28 দিন পর দ্বিতীয় ডোজ নেওয়া যাবে ৷

আরও পড়ুন: কোউইনে নাম লেখাল 3.5 লক্ষেরও বেশি কিশোর-কিশোরী, কাল থেকে টিকাকরণ

স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, 15-18 বছর বয়সিদের কো-উইনে রেজিষ্ট্রেশনের ভিত্তিতে কোন কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে ৷ এতে কোনও সমস্যা হবে না ভ্যাকসিন যারা নেবেন তাদের ৷ এছাড়াও স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক পরিচালিত কো-উইন পোর্টাল থেকে পাওয়া তথ্য বলছে, এখনও পর্যন্ত গোটা দেশে 92 কোটি 18 লক্ষ 61 হাজার 878 কোটি মানুষ কোউইন অ্য়াপে নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন ৷ যাঁদের মধ্যে 18 থেকে 44 বছর বয়সিদের সংখ্যা 57 কোটি 37 লক্ষ 14 হাজার 969 এবং 45 বছরের বেশি বয়সিদের সংখ্যা 34 কোটি 77 লক্ষ 88 হাজার 925 ৷

রাজ্যের বিভিন্ন জেলার 500টি স্কুলে 15-18 বছর বয়সিদের কোভিড টিকা দেওয়া হবে ৷ অন্যদিকে কলকাতার 16টি বরোর 16টি স্কুলেও কোভিড টিকা দেওয়া হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.