ETV Bharat / bharat

সপ্তাহের প্রথম কাজের দিনে ব্যবসায়িক সফরে সিংহ, বাকিদের কপালে কী আছে জানুন রাশিফলে - Horoscope in Bangla

author img

By ETV Bharat Bangla Team

Published : May 27, 2024, 6:00 AM IST

Today's Horoscope in Bangla: আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ সেই সঙ্গে বিবাহের যোগও রয়েছে কারও কারও ৷ আর কী রয়েছে আপনার ভাগ্যে তা জানতে চোখ রাখুন ইটিভি ভারতের রাশিফলে ৷

Horoscope in Bangla
রাশিফল (ফাইল ছবি)

মেষ: আপনি প্রিয়তমের সঙ্গে অনেকটা ভালো সময় কাটাতে না পারলেও, যেটুকু সময় একসঙ্গে কাটাবেন সেটাই আপনাকে চনমনে করে তুলবে। সঙ্গীর জন্য চিন্তা হলেও আপনি আরও ভালো কথাবার্তা বলতে পারবেন । সব মিলিয়ে আজকে আপনার ভাগ্য খুবই ভালো হবে। উপার্জন বাড়ানোর নতুন রাস্তা আপনি খুঁজে বার করতে পারবেন। তার জন্য প্রয়োজনীয় তথ্য আপনাকে জোগাড় করতে হবে। নক্ষত্রেরা আপনাকে পেশার ক্ষেত্রে সমর্থন জোগাবে।

বৃষ: ব্যক্তিগত জীবনে যা যা ঘটছে তা নিয়ে আপনি হয়ত খুশি থাকবেন না। মতপার্থক্য হওয়ার সম্ভাবনা আছে। ধৈর্য সহকারে সমস্যা নিয়ে আলোচনা করলে তা সহজেই সমাধান করা যাবে । আপনার রাগকে নিয়ন্ত্রণে রাখুন, সম্পর্কও মসৃণভাবে এগোবে। আজ আপনার আর্থিক পরিস্থিতি ভালোর দিকে যাবে ৷ আজ আপনার মেজাজ লোকজনের কাছে রহস্যময় মনে হবে। তা নিয়ে অফিসে অযাচিত আলোচনা শুরু হতে পারে ।

মিথুন: প্রেমের ক্ষেত্রে কোনওরকম সমস্যা আছে বলে মনে হচ্ছে না । আপনার পরিবার ও ভালোবাসার মানুষের সঙ্গে আপনি মসৃণ জীবন যাপন করবেন। যদিও দায়িত্ব নেওয়ার ব্যাপারটি আপনাকে একটু গুরুত্ব সহকারে দেখতে হবে। দিনের প্রথম ভাগে আর্থিক বিষয়গুলি আলোচনা করবেন ৷ আর্থিক ক্ষেত্রে কোনও না কোনও পতন ঘটতে পারে ৷ আপনার ব্যবসায়িক অংশীদারের আর্থিক লেনদেনের দিকে সতর্ক নজর রাখুন। লোকজনের ঈর্ষা আপনার উদ্যমের উপরে প্রভাব ফেলবে।

কর্কট: আজ আপনি প্রবল উৎসাহী ও উদ্যমী থাকবেন। কাজের জায়গায় আবেগ বেশি গুরুত্ব পাবে। দিন এগোনোর সঙ্গে সঙ্গে পরিস্থিত ভালো দিকে যাবে। আপনি যে ঋণ নিয়েছেন তা পরিশোধ করার কথা ভাবতে পারেন। ধীরে ধীরে আপনি আপনার প্রতিদিনের একঘেয়ে কাজ উপভোগ করতে শিখবেন। স্বাস্থ্যের দিক থেকে আজ দিনটি গড়পড়তা যাবে। কিন্তু বাইরে খাবার না খাওয়া ভালো, হজমের সমস্যা হতে পারে। গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে।

সিংহ: ব্যবসায়িক সফর করার জন্য এটি একটি শুভ সময়। ধর্মীয় ও শিক্ষার সাধনার জন্য পুরষ্কৃত হবেন। দিনের পরের দিকে কিছু সমস্যা সমাধান করা জন্য আপনি মনোযোগ সঠিক দিকে চালনা করবেন। আজ আপনাকে প্রচুর মানসিক পরিশ্রম করতে হবে। এরকম সম্ভাবনা আছে যে আপনার প্রিয়তম কিছু ব্যাপারে আপনার সঙ্গে একমত হবেন না ৷ কাজেই আপনাকে মানিয়ে নিতে হবে। সমঝোতাই খুশির প্রধান চাবিকাঠি।

কন্যা: সহকর্মীদের সাহায্য করার ফলে আপনি প্রচুর সুনাম কুড়োবেন। ওপরওয়ালারা আপনার কাজে প্রচণ্ড খুশি হবেন। বন্ধুদের সঙ্গে অন্তরঙ্গ কথাবার্তা হবে। ভালোবাসার মানুষের সান্নিধ্য উপভোগ করুন। ব্যক্তিগত ক্ষেত্রে একটি শান্ত ও অসাধারণ দিন দেখতে পাওয়া যাচ্ছে। মোটের উপর আপনি কাজের ক্ষেত্রেও অনেক বেশি সুশৃংখল ভাবে এগোবেন। যদিও অর্থ উপার্জনের ক্ষেত্রে তাড়াহুড়ো না করা ভালো । স্বাস্থ্যের ক্ষেত্রেও কোনও সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে না।

তুলা: আমরা সবাই সেই সব গল্পের মতো, যার শেষে একটা মোচড় আছে ৷ ধৈর্য ধরে থাকুন ৷ পেশার ক্ষেত্রে আপনি হয়ত সেরকমই একটি রাস্তা ধরে চলেছেন। আপনার জন্য সবকিছুরই উত্তর হল কঠোর পরিশ্রম। কিন্তু প্রত্যয় ও আত্মবিশ্বাসকেও কিছুটা জায়গা ছাড়ুন। আপনি সম্ভবত বন্ধুদের ও আপনার পছন্দের মানুষের সান্নিধ্যে আজ দিনটি শেষ করবেন।

বৃশ্চিক: পেশার দিক থেকে যেসব ধাঁধাঁ এতদিন আপনাকে বিপদে ফেলেছিল, সেগুলির উত্তর পাবেন। পেশা নিয়ে আপনার কোনও বিভ্রান্তি থাকলে জীবনসঙ্গীর সঙ্গে আলোচনা করুন ৷ সাহায্য করতে পেলে তিনি খুশিই হবেন। আপনাকে মনখোলা ও নমনীয় হতে হবে। আপনি যে শুধু উদ্বেগ কাটিয়ে উঠতে পারবেন তা নয়, আপনার রোম্য়ান্টিক সম্পর্কও মজবুত হবে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি ভালো। কর্মক্ষেত্রে যদিও আপনাকে কিছু ওঠানামার সম্মুখীন হতে হবে।

ধনু: আপনি আজ সুখের সাগরে ভাসবেন ৷ আপনি আপনার প্রিয়তম-র সঙ্গে একটি দারুণ সময় অতিবাহিত করবেন। দিনের শুরুতে, অপ্রয়োজনীয়ভাবে আপনি টাকা ওড়াবেন উত্তেজনার বশবর্তী হয়ে। আপনি এমন কিছু কিনতে চাইবেন করবেন যেটা আপনার মনে হতে পারে আর পাওয়া যাবে না। আজ আপনি আপনার স্বাস্থ্য নিয়েও সচেতন থাকবেন। আপনার আত্মবিশ্বাসের মাত্রা থাকবে উচ্চপর্যায়ে।

মকর: দিনের শুরুতে আপনি এমন কিছু জিনিস কেনার জন্য টাকা খরচ করবেন যেটা আপনি ভেবেছিলেন বিনা খরচেই হয়ে যাবে। কিন্তু আপনি পরে উপলব্ধি করবেন যে বিষয়টা যত সহজ উদ্ধার পাবেন বলে ভেবেছিলেন ততটাও সহজ নয়। দিনের শুরুর সময়টা দ্বিতীয় ভাগের তুলনায় অতটা ভালো হবে না। দিনের দ্বিতীয়ার্দ্ধ থেকে অনেক ভালো ফলাফল পাবেন।

কুম্ভ: আপনার অতি ব্যস্ত কাজের চাপের কারণে আপনার কাছের মানুষটি একাকী অনুভব করতে পারে। যাইহোক, যেহেতু আপনারা দু’জনেই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে পরস্পরের অংশীদার, তাই আপনি আপনার ভালোবাসার মানুষকে সেটা বোঝাতে সক্ষম হবেন। যেটি স্মরণীয়ভাবে উল্লেখযোগ্য হবে, তা হলো আপনি দিনের শুরুতে নানাবিধ কাজকর্ম করবার উদ্যম পাবেন ৷ কিন্তু দিনের মাঝামাঝি সময়ে আপনার উদ্যমে ভাটা পড়তে পারে। আপনার পক্ষে সবথেকে ভালো হবে যদি আপনি ব্যায়াম প্রভৃতির মাধ্যমে নিজের শারীরিক সক্ষমতা বজায় রাখেন ৷

মীন: অর্থনৈতিক পরিস্থিতির বিচারে, আপনি আজ কয়েক কোটি টাকা উপার্জন করতে পারবেন। সব ধরণের অর্থনৈতিক সাফল্যে যে আপনি উল্লসিত হবেন তা নয় ৷ আপনার কাছে এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো মানসিক শান্তি ৷ আপনার উদ্যম এবং উৎসাহকে কাজে লাগিয়ে আপনি আপনার কর্মভার লাঘব করতে পারবেন। কাজের গুণগত মানোন্নয়নের ক্ষেত্রেও সচেষ্ট হবেন। আপনার কাজের মূল্যায়ন করে আপনাকে প্রচুর সমাদর করা হবে ৷ যাতে আপনি অত্যন্ত সম্মানিত ও আনন্দিত বোধ করবেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.