ETV Bharat / state

কাল থেকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বিভাগে ভরতির প্রক্রিয়া শুরু

author img

By

Published : Nov 1, 2020, 9:21 PM IST

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে 31 অক্টোবর স্নাতকস্তরের সমস্ত বিভাগে ভরতির প্রক্রিয়া শেষ হয়েছে ।

Raiganj university to start pg admission from 2nd november
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর বিভাগে আগামীকাল থেকে শুরু ভরতির প্রক্রিয়া

রায়গঞ্জ, 1 নভেম্বর : রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর স্তরের সমস্ত বিভাগে ভরতির প্রক্রিয়া আগামীকাল থেকে শুরু হতে চলেছে । অনলাইনে ভরতির প্রক্রিয়া চলবে । বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রত্যেকটি বিভাগের নির্দিষ্ট আসনে অনলাইন ভরতির প্রক্রিয়া জন্য ইতিমধ্যেই আবেদনপত্র চাওয়া হয়েছে।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইটে নির্দেশিকা জারি করা হয়েছে। আগামীকাল সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট বিভিন্ন বিভাগে ভর্তির জন্য খুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে 31 অক্টোবর স্নাতক স্তরের সমস্ত বিভাগের জন্য ভরতির প্রক্রিয়া শেষ তারিখ ছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে সাড়ে চার হাজার আসনের জন্য এবছর রেকর্ড 25 হাজার আবেদনপত্র জমা পড়েছে। সমস্ত বিভাগের প্রায় 97 শতাংশ আসনে ছাত্রছাত্রীরা ভরতি হয়েছেন। এবছর UGC-র নির্ধারিত গাইডলাইন মেনে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের সমস্ত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফল সন্তোষজনক বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।


রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার বলেন, "এবছর স্নাতকোত্তর স্তরের ভরতির জন্য আমরা 2 নভেম্বর থেকে নিজস্ব ওয়েবসাইটে প্রক্রিয়া শুরু করব। বর্তমানে একহাজার 650টি স্নাতকোত্তর স্তরের আসন আমাদের বিশ্ববিদ্যালয়ে রয়েছে। সেই আসনগুলির জন্য ছাত্রছাত্রীরা আবেদন করতে পারেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.