ETV Bharat / state

Mamata Banerjee on Municipal Election : দু‘-তিন মাসের মধ্যে বাকি পৌরসভার ভোট, রায়গঞ্জে বার্তা মমতার

author img

By

Published : Dec 7, 2021, 7:32 PM IST

Updated : Dec 7, 2021, 9:58 PM IST

উত্তর দিনাজপুরের রায়গঞ্জে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই বৈঠক থেকেই বাকি পৌরসভাগুলির ভোট তাড়াতাড়ি করার ইঙ্গিত দেন তিনি (Mamata Banerjee on Municipal Election) ৷

mamata banerjee says municipal election will held as soon as possible
Mamata Banerjee on Municipal Election : শীঘ্রই হবে বাকি পৌরসভাগুলির ভোট, রায়গঞ্জে ইঙ্গিত মমতার

রায়গঞ্জ, 7 ডিসেম্বর : কলকাতা পৌরনিগমের ভোট প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷ চলতি মাসের 19 তারিখ সেই ভোটগ্রহণ পর্ব শেষ হলেই রাজ্যের অন্যান্য পৌরসভা ও পৌরনিগমগুলির নির্বাচন করা হবে ৷ মঙ্গলবার তেমনই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee says Municipal Election will held as soon as possible) ৷

এদিন উত্তর দিনাজপুরের রায়গঞ্জে প্রশাসনিক সভা ছিল মুখ্যমন্ত্রীর (Administration Meeting of Mamata Banerjee) ৷ সেই সভার মঞ্চ থেকে ওই জেলার পৌর প্রশাসকদের ভাল করে কাজ করার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার পরই বলেন, ‘‘আপনাদের নির্বাচন তাড়াতাড়ি হবে ৷ আগামী দু‘-তিন মাসের মধ্যে বাকি পৌরসভার ভোট হয়ে যাবে ৷’’

এর পর মুখ্যমন্ত্রী প্রশাসনের আধিকারিকদের কাছে আসন্ন উৎসবের তালিকা ও মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের মতো বোর্ডের পরীক্ষার দিনক্ষণের তালিকা তৈরি করতে বলেন ৷ সেই দিনগুলি বাদ দিয়ে নির্বাচন হবে বলে তিনি জানান ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, পশ্চিমবঙ্গে শতাধিক পৌরসভা ও বেশ কয়েকটি পৌরনিগমের নির্বাচন বকেয়া ৷ এর মধ্যে কলকাতা পৌরনিগমের ভোট ঘোষণা হয়েছে ৷ ওই ভোট হবে আগামী 19 ডিসেম্বর (KMC Election 2021) ৷

দু‘-তিন মাসের মধ্যে বাকি পৌরসভার ভোট, রায়গঞ্জে বার্তা মমতার

আরও পড়ুন : CM Mamata on BSF : বিএসএফের উপর নজর রাখতে পুলিশ-প্রশাসনকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

সূত্রের খবর, তার কয়েক মাসের মধ্যেই বাকি পৌরসভা ও পৌরনিগমগুলির ভোট করতে চায় রাজ্য সরকার ৷ মঙ্গলবার মুখ্যমন্ত্রীর কথাতেও সেটাই স্পষ্ট হল ৷

Last Updated : Dec 7, 2021, 9:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.