ETV Bharat / state

CM Mamata on BSF : বিএসএফের উপর নজর রাখতে পুলিশ-প্রশাসনকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

author img

By

Published : Dec 7, 2021, 6:18 PM IST

উত্তর দিনাজপুরের রায়গঞ্জে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই বৈঠক থেকেই বিএসএফের উপর নজর রাখতে পুলিশ-প্রশাসনকে নির্দেশ দেন তিনি (Chief Minister Mamata Banerjee directed police administration to keep an eye on BSF) ৷

chief minister mamata banerjee directed police administration to keep an eye on bsf
CM Mamata on BSF : বিএসএফের উপর নজর রাখতে পুলিশ-প্রশাসনকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

রায়গঞ্জ, 7 ডিসেম্বর : প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকে ফের বিএসএফের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যের পুলিশ-প্রশাসনকে নির্দেশ দিলেন, বিএসএফ এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছে কি না, তা যেন খতিয়ে দেখা হয় (Chief Minister Mamata Banerjee directed police administration to keep an eye on BSF) ৷

মঙ্গলবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে প্রশাসনিক সভা ছিল মুখ্যমন্ত্রীর (Administration Meeting of Mamata Banerjee) ৷ সেই সভায় তিনি বিএসএফ প্রসঙ্গ তোলেন ৷ তাঁর দাবি, বিএসএফ ঢুকে যায় গ্রামে গ্রামে ৷ তারা সাধারণ মানুষের উপর অত্যাচার করে বলে অভিযোগ আসে ৷ এমনকী ভোটের সময় ভোটের লাইনেও সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের দেখা যায় বলে তিনি অভিযোগ করেন ৷

দিন দু’য়েক আগেই নাগাল্যান্ডে সেনার গুলিতে 14 জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে ৷ এদিন সেই প্রসঙ্গও টেনে আনেন মুখ্যমন্ত্রী ৷ নাগাল্যান্ডের ঘটনার প্রেক্ষিতে বিএসএফের কাজ নিয়ে তিনি যে সজাগ হতে নির্দেশ দিচ্ছেন, এদিন সেটাও স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তাঁর কথায়, নাগাল্যান্ডে কী সমস্যা হল ৷ তাই পুলিশকে জানতে হবে ৷

তিনি পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী কয়েকটি জেলার নাম উল্লেখ করেন ৷ ওই জেলাগুলির সীমান্তে যেহেতু নিরাপত্তার দায়িত্বে বিএসএফ, তাই ওই জেলাগুলির পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেন ৷ পাশাপাশি রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে বিএসএফের ডিজির সঙ্গে কথা বলার নির্দেশও দেন ৷

মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিএসএফের কাজ করার এক্তিয়ার সীমান্ত থেকে 15 কিলোমিটার পর্যন্ত ৷ কিন্তু অনেক সময় সেই এলাকায় বা তার বাইরে ওই বাহিনীর জওয়ানরা পুলিশকে না জানিয়ে এলাকায় ঢুকে পড়ে ৷ আইনশৃঙ্খলা রাজ্যের বিষয় ৷ তাই পুলিশকে এই বিষয়টি নিয়ে অবগত থাকতে হবে বলে তিনি জানান ৷

বিএসএফের উপর নজর রাখতে পুলিশ-প্রশাসনকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

একইসঙ্গে বিডিওদের উদ্দেশ্যে তাঁর নির্দেশ, বিএসএফ কোথাও এক্তিয়ারের বাইরে কাজ করছে কি না তা দেখতে হবে ৷ এই নিয়ে কোনও অভিযোগ এলে, তা স্থানীয় পুলিশকে নিয়ে খতিয়ে দেখতে হবে ৷

প্রসঙ্গত, বিএসএফ বিতর্ক সম্প্রতি শুরু হয়েছে ৷ আগে বিএসএফের কাজের এক্তিয়ার সীমান্ত থেকে 15 কিলোমিটার পর্যন্ত ছিল ৷ পরে তা বাড়িয়ে 50 কিলোমিটার করা হয় কেন্দ্রীয় সরকারের তরফে ৷ এর বিরুদ্ধে সরব হয়েছেন অনেকে ৷

আরও পড়ুন : Buniadpur Mahakuma Stadium : মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও বুনিয়াদপুরে তৈরি হয়নি মহকুমা স্টেডিয়াম

এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ গত নভেম্বরের শেষে তিনি নয়াদিল্লি গিয়ে দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে ৷ তখনও তিনি এই প্রসঙ্গ তোলেন ৷ কেন্দ্রের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি করেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.