ETV Bharat / state

Durga Puja 2022: দুবাইয়ের বুর্জ খলিফা এবার করণদিঘিতে !

author img

By

Published : Sep 4, 2022, 4:03 PM IST

Durga Puja 2022
বুর্জ খলিফা এবার করনদিঘিতে

করণদিঘি সার্বজনীন দুর্গোৎসব কমিটির নতুন চমক ৷ দুবাইয়ের বুর্জ খলিফার আদলে তৈরি হচ্ছে মণ্ডপ (Burj Khalifa is now in Karandighi) ৷

করনদিঘি, 4 সেপ্টেম্বর: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর (Durga Puja 2022) আর একমাসও বাকি নেই ৷ তাই ব্যস্ততা বেড়েছে পাড়ার পুজো মণ্ডপগুলিতে ৷ অতিমারির নাগপাশ কাটিয়ে এবছর পুজোর থিমে ও মণ্ডপে বিভিন্ন চমক আনছে জেলার পুজোগুলো ৷ অনেকেরই সাধ থাকলেও সাধ্য নেই দুবাইতে গিয়ে বুর্জ খলিফা দর্শনের । তবে সুখবর, দুবাইয়ের বুর্জ খলিফা এবার উত্তর দিনাজপুর জেলার করনদিঘিতেই চাক্ষুষ করতে পারবেন সাধারণ মানুষ । কীভাবে তা জানতে অবশ্যই এবার পুজোয় আসতে হবে উত্তর দিনাজপুর জেলার টুঙিদিঘিতে করণদিঘি সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো দেখতে (Burj Khalifa is now in Karandighi)। গতবছর শ্রীভূমিতেও থিম ছিল মরুশহরের বিখ্যাত বুর্জ খলিফাই ।

নবম বর্ষে দুবাইয়ের বুর্জ খলিফা ছাড়াও করণদিঘি সর্বজনীন দুর্গোৎসবের অন্যতম আকর্ষণ ইন্ডিয়ান আইডলের ফার্স্ট রানার-আপ অরুণিতা কাঞ্জিলালের গান । মেদিনীপুরের শিল্পীরা 130 ফুট উঁচু বুর্জ খলিফার আদলে এই পুজো মণ্ডপ তৈরি করছেন । এর পাশাপাশি চন্দননগরের সুদৃশ্য আলোকসজ্জা আর চাঁচলের মৃৎশিল্পীর সাবেকিয়ানার মৃন্ময়ী মূর্তি নজর কাড়বে দর্শনার্থীদের । এমনটাই জানালেন করণদিঘি সর্বজনীন পুজো কমিটির অন্যতম কর্মকর্তা তথা করনদিঘি বিধানসভার তৃণমূল বিধায়ক গৌতম পাল ।

বুর্জ খলিফা এবার করণদিঘিতে

আরও পড়ুন: মা-বোনেরা দূর থেকে দেখেন পুজো, উমার যাবতীয় দায়িত্ব সেনবাড়ির ছেলেদেরই

পুজোর পাশাপাশি 10 দিন ব্যাপী নানান সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে পুজো কমিটির পক্ষ থেকে । দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণ, মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও সহায়তা প্রদান করা হবে পুজো উপলক্ষে । 28 সেপ্টেম্বর মহাতৃতীয়ার পূণ্যলগ্নে করনদিঘি সর্বজনীন দুর্গোৎসবের উদ্বোধন করবেন সঙ্গীতশিল্পী অরুণিতা কাঞ্জিলাল । পুজো কমিটির 250 জন সদস্য এবং টুঙিদিঘির বাসিন্দাদের আর্থিক সহায়তায় এই দুর্গোৎসবের আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন করণদিঘির বিধায়ক গৌতম পাল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.