ETV Bharat / state

ডেঙ্গি নিয়ে সচেতনতামূলক প্রচার রায়গঞ্জ পৌরসভার

author img

By

Published : May 16, 2020, 5:34 PM IST

ছবি
ছবি

আজ জাতীয় ডেঙ্গি দিবস । সেই কারণেই সকাল থেকে ডেঙ্গি প্রতিরোধে সচেতনতামূলক বার্তা দিতে একটি সুদৃশ্য ট্যাবলোর বের করে রায়গঞ্জ পৌরসভা ।

রায়গঞ্জ, 16 মে : শুধু কোরোনা নয়, শহরকে ডেঙ্গিমুক্ত রাখার উদ্যোগও গ্রহণ করল রায়গঞ্জ পৌরসভা । "কোরোনার পাশাপাশি ডেঙ্গিমুক্ত রাখার শপথ গ্রহণ করেছি, তাই ডেঙ্গি প্রতিরোধ শুরু হোক আপনার থেকেই"- এই স্লোগানকে সামনে রেখে রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে আজ জাতীয় ডেঙ্গি দিবসে একটি ট্যাবলো বের করা হয় । এই ট্যাবলোটি রায়গঞ্জ শহরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মাইকিং করে ।

আজ জাতীয় ডেঙ্গি দিবস । সেই কারণেই সকাল থেকে ডেঙ্গি প্রতিরোধে সচেতনতামূলক বার্তা দিতে একটি সুদৃশ্য ট্যাবলো বের করে রায়গঞ্জ পৌরসভা । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, কাউন্সিলর বরুণ বন্দ্যোপাধ্যায়, সাধন বর্মণসহ অন্যান্যরা । ট্যাবলোটির গায়ে ডেঙ্গি প্রতিরোধে নানান সচেতনতামূলক বার্তার পাশাপাশি মাইকিংয়ের মাধ্যমে সমগ্র শহরজুড়ে প্রচার চালানো হয় ।

এই বিষয়ে সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, শুধু কোরোনা নয়, রায়গঞ্জ শহরকে ডেঙ্গিমুক্ত রাখার শপথ গ্রহণ করার উদ্দেশ্যে এই ট্যাবলো প্রচার করা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.