ETV Bharat / state

প্রচারের আগে প্রিয়রঞ্জন দাসমুন্সিকে শ্রদ্ধা বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণীর

author img

By

Published : Apr 6, 2021, 3:41 PM IST

west bengal election 2021
প্রিয়রঞ্জন দাসমুন্সি

মঙ্গলবার রায়গঞ্জ শহরে বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী প্রিয়রঞ্জন দাসমুন্সির মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে তাঁর নির্বাচনী প্রচার শুরু করেন । কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন, প্রিয়রঞ্জন দাসমুন্সির আমলে রায়গঞ্জে এইমস বরাদ্দ হয়েছিল । এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে তিনি সত্যিকারের চেষ্টা করেছিলেন । এরকম মানুষকেই তো শ্রদ্ধা জানাতে হয় ।

রায়গঞ্জ, 6 এপ্রিল : প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সির মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করে প্রচার শুরু করলেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী । প্রিয়রঞ্জনকে তাঁর স্ত্রী দীপা দাসমুন্সি ও কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত এবারের নির্বাচনে ‘ব্রাত্য’ রেখেছে বলে মনে করছেন রাজনৈতিক মহল ৷

গত 31 মার্চ মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় রায়গঞ্জ শহরের দেবীনগর থেকে সংযুক্ত মোর্চার মিছিল শুরু হয় । মিছিল শেষ হয় শহরের শিলিগুড়ি মোড়ে । সেখানেই প্রিয়রঞ্জন দাসমুন্সীর পূর্নাবয়ব মূর্তি রয়েছে ৷ যা বছর দু‘য়েক আগে স্থানীয় পৌরসভার পক্ষ থেকে স্থাপন করা হয় । অভিযোগ, মিছিলে পা মেলালেও রায়গঞ্জের প্রাক্তন সাংসদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সর্বভারতীয় কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সির প্রতিকৃতির দিকে তাকিয়েও দেখেননি তাঁর স্ত্রী দীপা দাসমুন্সি ও রায়গঞ্জ বিধানসভার কংগ্রেস প্রার্থী তথা উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত । অথচ উত্তর দিনাজপুর জেলার প্রতিটি নির্বাচনেই প্রিয়রঞ্জন দাসমুন্সির সহানুভূতি আর ক্যারিশমাকে কাজে লাগিয়ে ভোট পার করেছেন কংগ্রেস প্রার্থীরা ।

আরও পড়ুন : প্রিয়দাকে এখনও হৃদয়ে রেখেছেন রায়গঞ্জের বিজেপি প্রার্থী

মঙ্গলবার রায়গঞ্জ শহরে প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী সেই প্রিয়রঞ্জন দাসমুন্সির মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে তাঁর নির্বাচনী প্রচার শুরু করেন । কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন, প্রিয়রঞ্জন দাসমুন্সির আমলে রায়গঞ্জে এইমস বরাদ্দ হয়েছিল । এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে তিনি সত্যিকারের চেষ্টা করেছিলেন । এরকম মানুষকেই তো শ্রদ্ধা জানাতে হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.