ETV Bharat / state

Bengal Civic Polls 2022: শেষ রবিবারে জোর কদমে প্রচার তৃণমূল-বিজেপির

author img

By

Published : Feb 20, 2022, 8:03 PM IST

Bengal Civic Poll 2022
শেষ রবিবারে জোর কদমে প্রচার তৃণমূল-বিজেপির

পৌরভোটের আগে শেষ রবিবার । জোর কদমে প্রচারে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি । কালিয়াগঞ্জে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচার করলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী (Election Campaign in Kaliyaganj) ।

রায়গঞ্জ, 20 ফেব্রুয়ারি : আগামী 27 ফেব্রুয়ারি রাজ্যের 108টি পৌরসভার ভোট গ্রহণ । তার আগে আজ শেষ রবিবার । ছুটির দিনে জোর কদমে ভোট প্রচার পর্ব চলল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে । এদিনের প্রচারে কোনওরকম খামতি রাখেনি পদ্মশিবির ও ঘাসফুল শিবিরের প্রার্থীরা । যদিও তৃণমূলের প্রচারের ছটার কাছে অনেকটা ম্রিয়মান ছিল গেরুয়া শিবিরের প্রচার । বিজেপির প্রচারে জৌলুস বাড়াতে পারেননি রায়গঞ্জের বিধায়ক দেবশ্রী চৌধুরীও (Election Campaign in Kaliyaganj)।

কালিয়াগঞ্জ পৌরসভার 17 টি আসনেই প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস, বিজেপি ও বামফ্রন্ট । বিগত চার বছর ধরে কালিয়াগঞ্জ পৌরসভা চালিয়েছে তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরবোর্ড । যদিও 2021-এর বিধানসভা নির্বাচনের আগে পৌরসভার চেয়ারম্যান কার্তিক পাল তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন । তা নিয়ে রাজ্যের পরিবহন ও আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিম কটাক্ষ করতেও ছাড়েননি । তৃণমূল প্রার্থীর সমর্থনে ভোট প্রচারে এসে কার্তিক পালকে 'বেইমান' বলে কটাক্ষ করেন ফিরহাদ । কালিয়াগঞ্জবাসীর কাছে 'বেইমান'দের একটিও ভোট না দেওয়ার আবেদন জানান ।

আরও পড়ুন: Bengal Civic Polls 2022 : প্রচারে বেরিয়ে শিক্ষাদান, অভিনব জনসংযোগ তৃণমূল প্রার্থী তথা অধ্যাপকের

এদিকে বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর দাবি, তৃণমূল কংগ্রেস জোর করে পৌরবোর্ড দখল করার চেষ্টা করলে কালিয়াগঞ্জের মানুষ তা প্রতিহত করবে । বিগত পঞ্চায়েত ও বিধানসভা নির্বাচনে কালিয়াগঞ্জের মানুষ বিজেপির সঙ্গে ছিল । বিজেপি নেতা কার্তিক পালের নেতৃত্বে বিজেপিই পৌরবোর্ড গঠন করবে বলে আশা সাংসদের । তবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে ধরলেও কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দেহ থেকেই যায় । প্রচারে বিজেপি কর্মীর সংখ্যা চোখে পড়ার মতো ছিল না (Debasree Chaudhuri Campaign)

কালিয়াগঞ্জ পৌরসভার তৃণমূল কংগ্রেস প্রার্থীদের দাবি, বিগত চার বছর ধরে টিএমসি পরিচালিত পৌরবোর্ড মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও অনুপ্রেরণায় যেভাবে কালিয়াগঞ্জের উন্নয়ন করেছে, সাধারণ মানুষের পাশে থেকে সার্বিক পরিষেবা দিয়েছে, মানুষ তা মনে রেখে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয়ী করবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.