Bengal Civic Polls 2022 : প্রচারে বেরিয়ে শিক্ষাদান, অভিনব জনসংযোগ তৃণমূল প্রার্থী তথা অধ্যাপকের

By

Published : Feb 20, 2022, 4:09 PM IST

Updated : Feb 3, 2023, 8:17 PM IST

thumbnail

প্রচারে বেরিয়ে স্কুল-কলেজের পড়ুয়াদের পড়াচ্ছেন তৃণমূল প্রার্থী তথা অধ্যাপিকা সৌমিমা চট্টরাজ ৷ বহরমপুর পৌরসভার 23নং ওয়ার্ডের প্রার্থী তিনি ৷ সেই সঙ্গে বহরমপুর গার্লস কলেজের জুলজি অর্থাৎ, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক তিনি ৷ এ বার প্রথম ভোটে দাঁড়িয়েছেন ৷ নতুন মুখ হিসেবে 23নং ওয়ার্ডের বাসিন্দাদের সমর্থন পেতে জনসংযোগের নতুন কৌশল বেছে নিয়েছেন তিনি (Unique Way of Campaign by TMC Candidate of Ward No 23 in Baharampur) ৷ নিজের পেশাকেই প্রচারের মাধ্যম করে নিয়েছেন ৷ যেখানেই পড়ুয়ারাদের দল বেঁধে পড়াশোনা করতে দেখছেন, সেখানেই তাদের সঙ্গে কথা বলছেন ৷ দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ থাকার পর আবারও নতুন করে সব চালু হয়েছে ৷ তাই পড়ুয়ারা যাতে সবরকম সতর্কতা মেনে স্কুল-কলেজে যান তা নিয়ে উৎসাহও দিচ্ছেন সৌমিমা চট্টরাজ ৷ পাশাপাশি অভিভাবক তথা ভোটারদের সঙ্গেও চলছে আলাপচারিতা ৷ এক কথায় প্রার্থী হিসেবে ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে সহজ সম্পর্ক তৈরির চেষ্টা করছেন তিনি ৷

Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.