ETV Bharat / state

লালারস পরীক্ষাই হয়নি, কোরোনা রিপোর্ট পজ়িটিভ 4 জনের !

author img

By

Published : Aug 16, 2020, 5:23 PM IST

Updated : Aug 16, 2020, 5:37 PM IST

COVID-19
COVID-19

কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় জেলা স্বাস্থ্য বিভাগের তরফে বিভিন্ন এলাকায় বিশেষভাবে লালারস পরীক্ষা করানোর ব্যবস্থা করা হয়েছে । এই পরীক্ষা করানোর জন্যই মোট 80 জনের নাম দেওয়া হয়েছিল বেলন গ্রাম পঞ্চায়েতের তরফে । তবে প্রচুর ভিড় থাকায় সাতজন পরীক্ষা না করিয়েই চলে যায় ।

রায়গঞ্জ, 16 অগাস্ট : লালারসের নমুনা পরীক্ষা না করেও কোরোনা টেস্টের রিপোর্ট পজ়িটিভ এল চার ব্যক্তির । ঘটনাটি ঘটেছে গোয়ালপোখর 2 বক্লের বেলন গ্রাম-পঞ্চায়েতের চাপর, রামপুর, চাঁদনি চক এলাকায় ।

গোষ্ঠী সংক্রমণ হয়েছে কি না জানতে কোরোনা পরীক্ষার জন্য 11 অগাস্ট মোট 80 জনের নাম দেওয়া হয়েছিল গ্রাম পঞ্চায়েতের তরফে । তাঁদের মধ্যে 73 জনের টেস্ট করা হয়েছিল । বাকি 7 জনের টেস্ট করাই হয়নি । যাঁদের লালারস পরীক্ষা হয়নি তাঁদের মধ্যে 4 জনের কোরানা রিপোর্ট পজ়িটিভ আসায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় । কীভাবে এই ঘটনা ঘটল ? প্রশ্ন উঠেছে স্বাস্থ্য বিভাগের অন্দরেও । স্বাস্থ্য বিভাগের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন এলাকার বাসিন্দারা ।

উত্তর দিনাজপুর জেলায় বাড়ছে কোরোনায় আক্রান্তের সংখ্যা । লাগাতার এই সংখ্যা বাড়তে থাকায় জেলা স্বাস্থ্য বিভাগের তরফে বিভিন্ন এলাকায় বিশেষভাবে লালারস পরীক্ষা করানোর ব্যবস্থা করা হয়েছে । এই পরীক্ষা করানোর জন্যই মোট 80 জনের নাম দেওয়া হয়েছিল বেলন গ্রাম পঞ্চায়েতের তরফে । তবে প্রচুর ভিড় থাকায় সাতজন পরীক্ষা না করিয়েই চলে যান । পরে ওই সাতজনের মধ্যে চারজনের রিপোর্ট পজ়িটিভ এসেছে ।

এই বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান জানিয়েছেন, ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ।

অন্যদিকে বেলন গ্রাম পঞ্চায়েতের সদস্য তৌপ আলম জানান, "BDO-র সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।"

Last Updated :Aug 16, 2020, 5:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.