ETV Bharat / state

No Confidence Motion: দলীয় 2 প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রত্যাহার তৃণমূল পঞ্চায়েত সদস্যদের

author img

By

Published : Sep 27, 2021, 7:49 PM IST

দলের দুই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা (No Confidence Motion) আনার পাঁচ দিনের মধ্যেই সেই অনাস্থা প্রস্তাব প্রত্যাহার করে নিলেন তৃণমূলের সদস্যরা ৷ এই ঘটনায় শাসকদলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি (BJP)।

tmc panchayat members withdraw no confidence motion against 2 panchayat chief
2 পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রত্যাহার তৃণমূল পঞ্চায়েত সদস্যদের

বসিরহাট, 27 সেপ্টেম্বর: পাঁচদিনও কাটল না । অনাস্থা (No Confidence Motion) এনেও দলীয় নেতৃত্বের নির্দেশে শেষে সোমবার দুই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রত্যাহার করে নিলেন তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যরা । যা ঘিরে শাসকের অন্তর্দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে চলে এসেছে ।

এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির । বিজেপির (BJP) দাবি, "সবই নাটক । নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোলের জেরেই অনাস্থা আনা হয়েছিল ভেবিয়া ও আমলানি দুই পঞ্চায়েতের তৃণমূল প্রধানের বিরুদ্ধে । ভাগ বাটোয়ারার সমস্যা মিটে যাওয়াতেই অনাস্থা তুলে নেওয়া হয়েছে ৷" যদিও বিজেপির দাবিকে গুরুত্ব দিতে চায়নি তৃণমূল শিবির । উল্টে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির জেরে এই সমস্যা তৈরি হয়েছিল বলে দাবি করা হয়েছে শাসকদলের তরফে ।

হাসনাবাদের ভেবিয়া এবং আমলানি এই দুই পঞ্চায়েতে একচ্ছত্র আধিপত্য তৃণমূলের । তা সত্ত্বেও গত 22 সেপ্টেম্বর এই দুই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনেন দলেরই অধিকাংশ পঞ্চায়েত সদস্য । অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হয় হাসনাবাদের বিডিওর কাছে । অনাস্থাকারী তৃণমূল পঞ্চায়েত সদস্যদের অভিযোগ ছিল, ওই দুই পঞ্চায়েত প্রধান নিজেদের খুশিমতো পঞ্চায়েত পরিচালনা করেন । কারও সঙ্গে কোনওরকম আলোচনা করেন না । প্রতিবাদ করতে গেলেই দুর্ব্যবহার করেন পঞ্চায়েত প্রধান ৷ এছাড়া এলাকার অনুন্নয়ন নিয়েও বিস্তর অভিযোগ ছিল অনাস্থাকারী পঞ্চায়েত সদস্যদের ।

আরও পড়ুন: Sovan Chatterjee : উনি স্বার্থপর, বাবা হওয়ার যোগ্যতা নেই ; মন্তব্য শোভন-পুত্র ঋষির

এরপরই অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হয় বিডিওর কাছে । বিষয়টির মীমাংসা করতে হস্তক্ষেপ করেন তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার নবনিযুক্ত সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায়, দলের চেয়ারম্যান ও বিধায়ক হাজি নুরুল ইসলাম প্রমুখ । অনাস্থা আনা তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের সঙ্গে বৈঠক করে ক্ষোভ সামাল দেওয়া হয় । ঠিক হয়, পঞ্চায়েত সদস্যদের আনা অনাস্থা প্রস্তাব তুলে নেওয়া হবে । সেইমতো এ দিন দুপুরে হাসনাবাদ বিডিও অফিসে গিয়ে অনাস্থা তুলে নেন দলেরই পঞ্চায়েত সদস্যরা । হাজির ছিলেন হাসনাবাদের মুরারীশাহ অঞ্চলের তৃণমূল সভাপতি আখের আলি মণ্ডল । অনাস্থা তুলে নেওয়ার পর বাইরে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনিও দিতে দেখা যায় তৃণমূল পঞ্চায়েত সদস্যদের ।

অনাস্থা প্রত্যাহার

আরও পড়ুন: Suvendu Adhikari : ভবানীপুরে প্রিয়াঙ্কা জয়লাভ করলে বিরোধী দলনেতার পদ ছেড়ে দেব, বললেন শুভেন্দু

এই বিষয়ে তৃণমূলের অঞ্চল সভাপতি আখের আলি মণ্ডল বলেন, "কিছু ভুল বোঝাবুঝির জন্য এই সমস্যা তৈরি হয়েছিল । দলীয় নেতৃত্বের হস্তক্ষেপে সুষ্ঠু আলোচনার মাধ্যমে সেই সমস্যা মিটে গিয়েছে । সকলেই অঙ্গীকার করেছেন কাধেঁ কাঁধ মিলিয়ে পঞ্চায়েতের যাবতীয় কাজকর্ম পরিচালনা করবেন । সমস্যা মিটে যাওয়ায় এ দিন অনাস্থা তুলে নেওয়া হয়েছে ৷" যদিও এ বিষয়ে প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি ।

আরও পড়ুন: Sikkim Tourism : সিকিম চেক পোস্টে টিকাকরণের শংসাপত্র, আরটি-পিসিআর রিপোর্ট দেখানো বাধ্যতামূলক নয়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.