ETV Bharat / bharat

Sikkim Tourism : সিকিম চেক পোস্টে টিকাকরণের শংসাপত্র, আরটি-পিসিআর রিপোর্ট দেখানো বাধ্যতামূলক নয়

author img

By

Published : Sep 27, 2021, 6:24 PM IST

Sikkim Government eases Covid norms for tourists
Sikkim Tourism : সিকিমে ঢোকার মুখে বাধ্যতামূলক নয় টিকাকরণের শংসাপত্র, আরটি-পিসিআর রিপোর্ট

পর্যটকদের স্বস্তি দিতে পদক্ষেপ সিকিম সরকারের ৷ রাজ্যে ঢুকতে আর বাধ্যতামূলক নয় টিকাকরণের শংসাপত্র কিংবা আরটি-পিসিআরের নেগেটিভ রিপোর্ট ৷ বদলে তা জমা দিতে হবে সংশ্লিষ্ট পর্যটন সংস্থা এবং হোটেলগুলিকে ৷ তারাই প্রয়োজনে প্রশাসনের কাছে তা পাঠিয়ে দেবে ৷

গ্যাংটক, 27 সেপ্টেম্বর : করোনা আবহে পর্যটকদের জন্য বিধিনিষেধ আরও শিথিল করল সিকিম সরকার ৷ এবার থেকে সিকিম বেড়াতে গেলে সীমানা চেক পোস্টে পর্যটকদের টিকাকরণের শংসাপত্র (vaccination certificate) বা নির্দিষ্ট সময়ের মধ্যে করা আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট (RT-PCR test report) দেখানো আর বাধ্যতামূলক থাকছে না ৷ সোমবার থেকেই কার্যকর করা হয়েছে নয়া নিয়ম ৷

আরও পড়ুন : Sundarbans : 1 অক্টোবর থেকে খুলছে সুন্দরবন, কোভিডবিধি মানতে হবে পর্যটকদের

এর আগে ঠিক করা হয়েছিল, যদি কোনও পরিবার সিকিমে বেড়াতে আসে, তাহলে পরিবারের অন্তত একজন সদস্যের টিকাকরণের শংসাপত্র দেখাতেই হবে ৷ সংশ্লিষ্ট ব্যক্তিকে অন্তত টিকার প্রথম ডোজ নিতেই হবে ৷ আর টিকাকরণ না হলে দেখাতে হবে সফর শুরুর আগে সর্বাধিক 72 ঘণ্টার মধ্যে করা আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট ৷ সিকিমে ঢোকার মুখে মেল্লি এবং রাংপো সীমানায় এই সংক্রান্ত নথি পেশ করতে হত পর্যটকদের ৷ সোমবার থেকে এই প্রক্রিয়া আর বাধ্যতামূলক থাকল না ৷

তবে এর অর্থ এই নয় যে সিকিমে ঢুকতে গেলে টিকা না নিলে বা আরটি-পিসিআর পরীক্ষা না করালেও চলবে ৷ এখন থেকে সংশ্লিষ্ট পর্যটন সংস্থা এবং হোটেলগুলিকেই পর্যটকদের কাছ থেকেই এই তথ্য সংগ্রহ করে রাখতে হবে ৷ যাতে প্রয়োজন পড়লে তারাই প্রশাসনের কাছে এই সংক্রান্ত তথ্য ও নথি পেশ করতে পারে ৷

একই নিয়ম কার্যকর করা হচ্ছে সিকিমে কাজ করতে আসা পরিযায়ী শ্রমিকদের উপরও ৷ অন্য়ান্য রাজ্য থেকে যাঁরা সিকিমে কাজ করতে আসবেন, তাঁরাও তাঁদের টিকাকরণের শংসাপত্র বা আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট সংশ্লিষ্ট ঠিকাদারের কাছে জমা করবেন ৷ বা যে সংস্থা শ্রমিকদের কাজে বহাল করছে, তারাও এই নথি সংগ্রহ করে রাখতে পারে ৷ রাজ্য সরকার প্রয়োজনে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে নেবে ৷

আরও পড়ুন : দার্জিলিংয়ে চালু টয়ট্রেনের জয় রাইড, খুশির হাওয়া পর্যটন শিল্পে

সূত্রের খবর, কোভিড পরিস্থিতি এখন অনেকটাই আয়ত্তের মধ্যে রয়েছে ৷ তাছাড়া, সামনেই দুর্গোৎসব, কালীপুজো ৷ এই সময় সিকিমে পর্যটকদের আনাগোনা বাড়ে ৷ এদিকে, অতিমারির আবহে গত বছর থেকেই ধুঁকছে পর্যটন শিল্প ৷ তাই রাজ্যের পর্যটনকে চাঙ্গা করতেই বিধিনিষেধ যতটা সম্ভব শিথিল করতে চাইছে রাজ্য সরকার ৷ পাশাপাশি, পাব, রেস্তোরাঁ, দোকানগুলিতেও যাতে গ্রাহকের সংখ্যা বাড়ে, তা নিয়েও ভাবনা চিন্তা চলছে ৷ প্রসঙ্গত, ইতিমধ্যেই সিকিমে 100 শতাংশ মানুষকে (যাঁরা টিকা নেওয়ার যোগ্য) করোনা টিকার প্রথম ডোজ দেওয়ার কাজ শেষ হয়ে গিয়েছে ৷ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন 70.49 শতাংশ মানুষ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.