ETV Bharat / state

Sujan Slams Mamata: বিরোধী জোটের ডাক দেওয়ার তিনি কে ? আগে বিশ্বাসযোগ্যতা প্রমাণ করুন, মমতাকে তোপ সুজনের

author img

By

Published : May 5, 2023, 6:54 PM IST

Updated : May 5, 2023, 8:14 PM IST

Sujan Slams Mamata
মমতাকে তোপ সুজনের

24-এর ভোটে বিজেপিকে হারাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী জোট গঠনের যে ডাক দিয়েছেন, তা উড়িয়ে দিলেন সুজন চক্রবর্তী ৷ তাঁর মতে, সেই জোট করার মতো বিশ্বাসযোগ্যতাই নেই তৃণমূল নেত্রীর ৷

মমতাকে তোপ সুজনের

বারাসত, 5 মে: বিজেপিকে ঠেকাতে বিরোধী ঐক্য জরুরি ঠিকই । কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসযোগ্যতা নেই । মুখ্যমন্ত্রীর বিরোধী জোটের ডাককে এ ভাবেই কটাক্ষ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী ।

শুক্রবার উত্তর 24 পরগনার বারাসতে দলের জেলা পার্টি অফিসে এক সাংবাদিক সম্মেলনে হাজির হন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য । সেখানেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী জোটের আহ্বানে নিয়ে প্রশ্ন তুলে সুজন বলেন, "উনি বিরোধী ঐক্য গঠনের ডাক দেওয়ার কে ? বিজেপিকে রুখতে আগেই জাতীয় দলগুলি বিরোধী জোটের ডাক দিয়েছে । তখন তো উনি সেই ডাকে সাড়া দেননি । বরং বিজেপির কীভাবে সুবিধা হয়, তার চেষ্টা করে গিয়েছেন । তাই এ সব বিরোধী ঐক্যের ডাক ওর মুখে মানায় না ।পারলে উনি নিজের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করুক । ওটা খুবই জরুরি ওর পক্ষে ৷"

প্রসঙ্গত, এ দিনই মুর্শিদাবাদের সামশেরগঞ্জের সভা থেকে বিরোধী জোটের পক্ষে সওয়াল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, বিজেপিকে ঠেকাতে সমস্ত বিরোধী দলের এক হওয়া প্রয়োজন । যে যেখানে শক্তিশালী, সে সেখানে লড়ুক । আর একের বিরুদ্ধে এক হয়ে লড়াই করুক । এতে তাঁর কোনও আপত্তি নেই বলে জানিয়ে মমতা সবাইকে একসঙ্গে কাজ করার চেষ্টা করতে বলেন ৷

অর্থাৎ 24-এর লোকসভা ভোটের আগে বিরোধী ঐক্যকে একজোট করতে মরিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এ দিনের তাঁর এই আহ্বান থেকে সেটাই স্পষ্ট । যদিও একে খুব একটা গুরুত্ব দিতে চাননি সুজন চক্রবর্তীর মতো সিপিএম নেতারা । উলটে এই বিষয়ে মুখ্যমন্ত্রীর বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি । সুজনের কথায়, মুখ্যমন্ত্রী মাঝেমধ্যে বিরোধী ঐক্যের ডাক দেন । এটা সম্পূর্ণ ভুল কথা । তিনি এর বিরোধিতা করছেন বলে জানিয়ে সুজন বলেন, বিরোধী ঐক‍্য এক হোকা সেটা কখনওই চাননি মমতা ৷

এই নিয়ে বলতে গিয়ে আবারও রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভূমিকার প্রসঙ্গ টেনে আনেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী ।তাঁর মতে, এই দুই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির পক্ষ নিয়েছিলেন । গোয়া এবং মণিপুরের বিধানসভা নির্বাচনেও তিনি বিজেপিকে জেতাতে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন বলে অভিযোগ সুজনের । তাঁর তোপ, "উনি সবসময় চেয়েছেন কংগ্রেস এবং বিরোধী মুক্ত ভারত হোক । সেই কারণে বরাবর উনি বিরোধী শক্তিকে ভাগ করার খেলায় নেমেছেন । তাই, এখন বুঝতে পেরে এক আধ সময় বিরোধী ঐক্যের ডাক দিচ্ছেন । কিন্তু ওর কথাতে কেউ বিশ্বাস করে না । ওর কার্যকলাপ দেখে এখনও সেই বিশ্বাসযোগ্যতা তৈরি হয়নি ।"

এ দিকে, গঙ্গা ভাঙন রোধে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যেরও সমালোচনা করতে ছাড়েননি সিপিএম নেতা। তিনি বলেন, বাম আমলে গঙ্গার ভাঙন নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে বারবার দরবার করা হয়েছিল । তখন মমতা বন্দ্যোপাধ্যায়ই বঞ্চনার অভিযোগ উড়িয়ে দিতেন । এখন গঙ্গা ভাঙন নিয়ে বঞ্চনার কথা মনে পড়েছে । গত 12 বছর ধরে ভাঙন নিয়ে কেন কিছু করেনি সরকার, সেই প্রশ্ন তোলেন সুজন ৷ তাঁর দাবি, বিপদে পড়েই সরকারের গঙ্গা ভাঙন রোধের কথা মনে পড়েছে । মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙন সমস্যার সুরাহা না করে, বিরোধী দল ভাঙিয়ে তৃণমূলের শক্তি বাড়ানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ করেন সুজন ।

অন‍্যদিকে, গরু পাচার মামলায় ইডি-র চার্জশিটে কেন বড় কোনও মাথার নাম উল্লেখ নেই, তা নিয়েও এ দিন প্রশ্ন তুলতে দেখা গিয়েছে সিপিএমের এই কেন্দ্রীয় কমিটির সদস্যকে ।

আরও পড়ুন: 24 এ বিজেপিকে হারাতে ফের বিরোধী জোটের পক্ষে সওয়াল মমতা

Last Updated :May 5, 2023, 8:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.