ETV Bharat / state

Mamata on Opposition Alliance: 24 এ বিজেপিকে হারাতে ফের বিরোধী জোটের পক্ষে সওয়াল মমতার

author img

By

Published : May 5, 2023, 1:58 PM IST

Updated : May 5, 2023, 2:23 PM IST

শুক্রবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জে এক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সেই সভা থেকে একাধিক ইস্যুতে তিনি কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন ৷ 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে জিততে বিরোধী জোটের পক্ষেও তিনি সওয়াল করেন ৷

Mamata on Opposition Alliance
Mamata on Opposition Alliance

24 এ বিজেপিকে হারাতে ফের বিরোধী জোটের পক্ষে সওয়াল মমতার

সামশেরগঞ্জ (মুর্শিদাবাদ), 5 মে: 2024 সালের লোকসভা নির্বাচনে কেন্দ্র থেকে বিজেপিকে হঠাতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তাই শুক্রবার আবার তিনি বিরোধী জোটের ডাক দিয়েছেন ৷ বিজেপিকে হারাতে একের বিরুদ্ধে এক লড়াইয়ের ডাক দিয়েছেন তিনি ৷ এদিন মুর্শিদাবাদের সামশেরগঞ্জের এক সভা থেকে তিনি এই কথা বলেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, লোকসভা নির্বাচন হতে আর এক বছরও সময় বাকি নেই ৷ আগামী বছরের গোড়ায় হতে চলা সেই ভোটযুদ্ধে জিততে এখনই ময়দানে নেমে পড়েছে বিজেপি ৷ এবার জিততে পারলে নরেন্দ্র মোদি টানা তিনবারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হতে পারবেন ৷ কিন্তু বিজেপিকে সেই লক্ষ্যে পৌঁছানো থেকে আটকাতে বিরোধীরাও মরিয়া ৷ তবে তাদের সেই চেষ্টায় সবচেয়ে বড় বাধা নিজেদের মধ্যে বোঝাপড়া ৷ যা খুব জরুরি বলেই মনে করে রাজনৈতিক মহল ৷

শুক্রবার মমতা বন্দ্যোপাধ্য়ায়ের গলায় সেই বোঝাপড়া তৈরির আহ্বানই শোনা গেল ৷ তিনি বলেন, ‘‘আসন্ন নির্বাচনের আগে আমি বলতে চাইব, সমস্ত রাজনৈতিক বিরোধী দল এক হয়ে যান ৷ আর একের বিরুদ্ধে এক লড়াই করুন ৷ যে যেখানে শক্তিশালী, সে সেখানে লড়ুক৷ আমার কোনও আপত্তি নেই ৷ চেষ্টা করুন একসঙ্গে কাজ করার জন্য ৷’’

যদিও এই ধরনের কথা আগেও শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ৷ তিনি বরাবর বিজেপি বিরোধী জোটে অনুঘটক হতে চেয়েছেন ৷ 2019 সালের লোকসভা নির্বাচনের আগেও প্রচেষ্টা চালিয়েছিলেন ৷ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে হাজির করে সভাও করেছিলেন ৷ কিন্তু তাঁদের সেই প্রচেষ্টা সফল হয়নি ৷ বরং তিনশোর বেশি আসন পেয়ে ক্ষমতায় আসে বিজেপি ৷ টানা দু’বারের জন্য প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদি ৷ তাই এবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ কার্যকরী হবে কি না, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে ৷

অন্যদিকে এ দিন আবারও কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব হন তিনি ৷ কেন্দ্রীয় প্রকল্পগুলির টাকা মোদি সরকার ইচ্ছে করে আটকে রেখেছে বলেও তিনি অভিযোগ করেন ৷ পাশাপাশি গঙ্গা ভাঙন রোধে 100 কোটি টাকা বরাদ্দ করার প্রতিশ্রুতি দেন ৷ সামসেরগঞ্জে গঙ্গা ভাঙন কবলিত এলাকাও পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী । সেখানে ধুলিয়ান পৌরসভা এলাকার পাহাড়ঘাঁটি গঙ্গা ঘাটে আসেন মুখ্যমন্ত্রী । ভাঙন এলাকার পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি 87 জনের হাতে পাট্টা তুলে দেন তিনি ।

মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী, পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, সেচমন্ত্রী পার্থ ভৌমিক, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম-সহ প্রশাসনিক কর্মকর্তারা ।

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগে এনআরসি বিরোধিতায় সোচ্চার মুখ্যমন্ত্রী

Last Updated : May 5, 2023, 2:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.