ETV Bharat / state

16 দিন খোঁজ নেই উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীর

author img

By

Published : Feb 29, 2020, 12:23 PM IST

নিঁখোজ এক উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থী ৷ উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের ৷ পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন তাঁরা ।

p
ছবি

দত্তপুকুর , 29 ফেব্রুয়ারি : নিখোঁজ উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থী ৷ প্রায় 16 দিন কেটে যাওয়ার পরও খোঁজ মেলেনি তাঁর ৷ ওই ছাত্রীর নাম অনন্যা ঘোষ (17)। এতদিন কেটে গেলেও কেন ওই তাঁর খোঁজ পেল না পুলিশ,তা নিয়েই প্রশ্ন তুলেছেন পরিবারের সদস্যরা । অভিযোগ করা হয়েছে, পাড়ার এক যুবকের নামেও ৷ পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও উঠেছে ।

পরিবার ও পুলিশ সূত্রে খবর, দত্তপুকুরের ছোট জাগুলিয়া পঞ্চায়েতের নাকশা গ্রামে বাড়ি অনন্যার । ছোট জাগুলিয়া উচ্চ বিদ্যালয় থেকে এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সে । 12 ফেব্রুয়ারি বাড়ি থেকে প্রাইভেট টিউশনে যাওয়ার নামে বেরিয়েছিলেন অনন্যা । তারপর থেকে আর কোনও খোঁজ পাওয়া যায়নি তাঁর ।

কী বলছে নিখোঁজ মেয়েটির পরিবার

অনন্যার পরিবার স্থানীয় সূত্রে খবর পায় যে একই দিনে গ্রামেরই এক যুবক রাজু দাসও উধাও । পরিবারের সন্দেহ গিয়ে পড়েছে ওই যুবকের ওপর । অনন্যার পরিবারের অভিযোগ, রাজু তাকে নিয়ে পালিয়েছে । রাজুর বিরুদ্ধে দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের করেন নিখোঁজ ছাত্রীর বাবা সুভাষ ঘোষ । অভিযোগের ভিত্তিতে পুলিশ রাজুর বিরুদ্ধে IPC-র 363,366 ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে । তদন্ত শুরু হলেও এখনও অবধি ওই ছাত্রী কিংবা যুবকের কোনও হদিশ পাওয়া যায়নি ।

অনন্যার মা চন্দনা ঘোষ বলেন," ঘটনার দিন আমি বাড়িতে ছিলাম না । ফিরে এসে দেখি,মেয়ে বাড়িতে নেই । পরে জানতে পারি রাজু দাসও উধাও । তাঁর আরও অভিযোগ," ওই ছেলেটি আমার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিয়ে চলে যেতে পারে । তবে, অভিযোগ দায়ের হলেও পুলিশ কোনও সহযোগিতা করছে না । পুলিশ যদি সঠিক তদন্ত করত, তাহলে এতদিনে আমার মেয়ের খোঁজ পাওয়া যেত ৷"

অন্যদিকে, দত্তপুকুর থানার পুলিশ জানিয়েছে," ঘটনার পিছনে প্রেমঘটিত কারণ থাকতে পারে । অন্য কোনও কারণ আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে । ওই ছাত্রীর খোঁজে তল্লাশি চলছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.