ETV Bharat / state

Bomb Blast in Halisahar : হালিশহরে বোমা বিস্ফোরণ, মৃত 1 কিশোর

author img

By

Published : Jan 28, 2022, 8:24 AM IST

Updated : Jan 28, 2022, 8:41 AM IST

হালিশহরে বোমা বিস্ফোরণের জেরে মৃত্যু হল এক কিশোরের (Halishar Bomb Blast) ৷ আহত হয়েছে বেশ কয়েকজন ৷ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ৷

Halisahar News
হালিশহরে বোমা বিস্ফোরণ

হালিশহর, 28 জানুয়ারি : লুকিয়ে রাখা বোমা বিস্ফোরণ ৷ তার জেরেই মৃত্যু হল 1 কিশোরের ৷ আহত হয়েছে বেশ কয়েকজন ৷ বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ ঘটনাটি ঘটেছে হালিশহরের কোনা মোড় এলাকার জগন্নাথ ঘাটের পাশে (Halisahar bomb blast) ৷

প্রতিদিনের মতো জগন্নাথ ঘাটের পাশের মাঠে ক্রিকেট খেলতে গিয়েছিল স্থানীয় কয়েকজন কিশোর ৷ খেলার মাঝে হঠাৎই বিস্ফোরণ হয় সেখানে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় সুমিত সিং নামে এক কিশোরের ৷ বাকি বেশ কয়েকজন কিশোর এই ঘটনায় গুরুতর আহত হয় ৷ চিকিৎসার জন্য তাদের সকলকে নিয়ে যাওয়া হয় কল্যাণীর জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজ হাসপাতালে ৷ বৃহস্পতিবারের এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ৷

হালিশহরে বোমা বিস্ফোরণের ঘটনায় এলাকায় চাঞ্চল্য

স্থানীয়রা জানান, বিকট শব্দ পেয়ে বাইরে বেরিয়ে দেখেন কয়েকজন কিশোর পড়ে রয়েছে ৷ দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ খবর পয়ে ঘটনাস্থলে আসে নৈহাটি থানার পুলিশ ৷ এরপর খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে ৷ এই ঘটনায় স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় ৷

তবে কীভাবে এই এলাকায় বোমা এল, কে বা কারা এর পিছনে রয়েছে তা এখনও জানা যায়নি ৷ ঘটনার তদন্ত শুরু করেছে নৈহাটি থানার পুলিশ ৷

আরও পড়ুন : Bombs seized in Hasnabad : মাছের ভেড়ির আলাঘরে চলছিল বোমা বাঁধা, হাসনাবাদে গ্রেফতার 2

Last Updated :Jan 28, 2022, 8:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.