ETV Bharat / briefs

Bombs seized in Hasnabad : মাছের ভেড়ির আলাঘরে চলছিল বোমা বাঁধা, হাসনাবাদে গ্রেফতার 2

author img

By

Published : Jan 20, 2022, 6:03 PM IST

মাছের ভেরিতে প্রকাশ্যেই চলছিল বোমা বাঁধার কাজ । সেই বোমা এবং তার মশলা-সহ ধরা পড়ল দুই কুখ্যাত দুষ্কৃতী (Bombs seized in Hasnabad) । ঘটনাটি ঘটেছে হাসনাবাদে ।

Hasnabad Crime News
হাসনাবাদে দুই দুষ্কৃতী-সহ ধরা পড়ল প্রচুর বোমা

হাসনাবাদ, 20 জানুয়ারি : প্রকাশ্য দিবালোকে মাছের ভেড়ির আলাঘরে চলছিল বোমা বাঁধার কাজ । উদ্দেশ্যে ছিল বড়সড় অপরাধ ঘটানোর । কিন্তু তার আগেই পুলিশের তৎপরতায় তা রোখা গেল । সেই সঙ্গে আটক করা সম্ভব হয়েছে প্রচুর বোমা, বোমা তৈরির মশলা এবং সরঞ্জাম । হাতেনাতে ধরা পড়েছে দুই কুখ্যাত দুষ্কৃতীও । এদিন দুপুরে তাদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে । বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হাসনাবাদে (Two arrested in Hasnabad with bombs)।

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম ভোলা সর্দার ও কমল সর্দার । গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার হাসনাবাদের একটি মাছের ভেড়িতে হানা দিয়ে গ্রেফতার করা হয় তাদের । সেখানে বসেই কয়েকজন দুষ্কৃতী বোমা বাঁধছিল । দু'জনকে হাতেনাতে ধরা গেলেও বাকিরা পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় । ঠিক কোথায় অপরাধ সংগঠিত করার উদ্দেশ্য ছিল দুষ্কৃতীদের, তা জানতে জেরা চলছে ।

এদিন সকালে গোপন সূত্র মারফৎ পুলিশের কাছে খবর আসে হাসনাবাদের কুলিয়াডাঙা এলাকায় একটি মাছের ভেড়িতে জড়ো হয়েছে কয়েকজন দুষ্কৃতী । ভেড়ির আলাঘরে বসে তারা বোমা বাঁধার কাজ করছে । খবর পাওয়া মাত্রই পুলিশের একটি দল হানা দেয় ওই ভেরিতে । ঘিরে ফেলা হয় গোটা এলাকা । যদিও তার মধ্যেই পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় 3-4 জন দুষ্কৃতী । তবে দু'জনকে পাকড়াও করা হয় ঘটনাস্থল থেকে । তাদের এদিন দুপুরেই বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে ।

ভেড়ির ওই আলাঘর থেকে প্রায় ডজনখানেক তাজা বোমা, 5 কেজি বোমার মশলা এবং বেশকিছু বোমা তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত হয়েছে । যেগুলো দিয়ে বড় কোনও অপরাধের পরিকল্পনা ছিল বলেই মনে করছেন তদন্তকারীরা । তার আগেই পুলিশের তৎপরতায় সেই পরিকল্পনা ভেস্তে গিয়েছে । মিলেছে বড়সড় সাফল্য ।

হাসনাবাদ থানার পুলিশ জানিয়েছে, ধৃতদের জেরা করে পলাতক দুষ্কৃতীদের খোঁজ পাওয়ার চেষ্টা চলছে । ধৃতদের বিরুদ্ধে একাধিক দুষ্কর্মের অভিযোগ রয়েছে । সেগুলি অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে । বাজেয়াপ্ত হওয়া বোমা নিষ্ক্রিয় করার কাজ শুরু হয়েছে ।

আরও পড়ুন : Coal theft in Durgapur : খনি আধিকারিক ও কয়লাচোর-সহ দুর্গাপুরে ধৃত 2

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.