ETV Bharat / state

Bengal Civic Polls 2022 : টিটাগড় পৌরসভার তৃণমূল প্রার্থীদের নিয়ে মিছিল রাজের

author img

By

Published : Feb 14, 2022, 5:47 PM IST

Updated : Feb 14, 2022, 7:08 PM IST

টিটাগড়ের 23টি ওয়ার্ডেই জিতবে তৃণমূল, দাবি তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর (TMC MLA Raj Chakraborty) ৷

Bengal Civic Polls
টিটাগড় পৌরসভার তৃণমূল প্রার্থীদের নিয়ে শোভাযাত্রা রাজের

টিটাগড়, 14 ফেব্রুয়ারি: টিটাগড় পৌরসভার (Titagarh Municipality Election) তৃণমূল কংগ্রেস প্রার্থীদের নিয়ে সোমবার মিছিল করলেন ব্যারাকপুরের দলীয় বিধায়ক রাজ চক্রবর্তী । টিটাগড়ের 23টি ওয়ার্ডের তৃণমূল প্রার্থীরা উপস্থিত ছিলেন এদিনের মিছিলে ৷

আরও পড়ুন : ভোটের নামে প্রহসন হয়েছে, তৃণমূলের জয়ে প্রতিক্রিয়া সুকান্তর

টিটাগড় তৃণমূল প্রার্থীদের নিয়ে শোভাযাত্রা রাজের

কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, বিধাননগর, চন্দননগরের মতো টিটাগড় পৌরসভাও তৃণমূলের দখলে যাবে বলে আশাবাদী বিধায়ক রাজ চক্রবর্তী ৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "সাধারণ মানুষ ভরসা রাখছে তৃণমূলের উপরে, এখানে বিজেপির দখলদারি চলবে না । কোনও প্রতিপক্ষ মাঠে নেই ৷ টিটাগড় পৌরসভার 23টি ওয়ার্ডই তৃণমূল দখল করবে । গত নির্বাচনে যে ওয়ার্ডগুলিতে পিছিয়ে ছিল দল, এবার সেখানেও ভাল ফল হবে ৷ আধুনিক টিটাগড় বানানো হবে ৷ মানুষ আর বিজেপির কথায় বিভ্রান্ত হবেন না ৷"

এদিনই প্রকাশিত হয়েছে বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি ও চন্দননগর পৌরসভার ফলাফল ৷ সবকটি পৌরসভাতেই বিপুল জয় পেয়েছে তৃণমূল ৷ রাজ চক্রবর্তীর আশা সেই ফলেরই পুনরাবৃত্তি হবে টিটাগড় পৌরসভাতেও ৷

Last Updated : Feb 14, 2022, 7:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.