ETV Bharat / state

railway track damaged at guma: গুমায় বসে গেল রেললাইন, অল্পের জন্য রক্ষা মালবাহী ট্রেনের

author img

By

Published : Jan 25, 2022, 4:41 PM IST

ফের রেললাইনে বিপত্তি (train service disrupted)। এবার শিয়ালদা-বনগাঁ শাখার আপ লাইনে বসে গেল রেললাইন (railway track damaged at guma) ৷ অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মালবাহী ট্রেন ।

railway track damaged in Sealdah-Bangaon up line, train service disrupted
গুমায় বসে গেল রেললাইন, অল্পের জন্য রক্ষা মালবাহী ট্রেনের

বারাসত, 25 জানুয়ারি: অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল মালবাহী ট্রেন । এবার শিয়ালদা-বনগাঁ শাখার আপ লাইনের (Sealdah-Bangaon up line) রেললাইন বসে (railway track damaged at guma) যাওয়ায় ঘটে বিপত্তি ।

শিয়ালদা-বনগাঁ শাখার গুমা স্টেশনের ঘটনা । রেল সূত্রে খবর, রেললাইন বসে গিয়ে আপ লাইনের অন্তত তিন-চার জায়গায় মারাত্মক ক্ষতি হয়েছে । যার জেরে মঙ্গলবার সকালে ওই শাখার আপ লাইনে বেশ কিছুক্ষণ বিঘ্ন ঘটে ট্রেন চলাচলে (train service disrupted)। ভোগান্তির মুখে পড়তে হয় রেল যাত্রীদের । পরিস্থিতি স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতায় সকালেই মেরামতের কাজে নামেন রেলকর্মীরা । শেষ পাওয়া খবর অনুয়ায়ী, শিয়ালদা-বনগাঁ শাখার আপ লাইনে লোকাল ট্রেন চলাচল শুরু হলেও তা চলছে ধীরগতিতে । যদিও এই ঘটনায় আপ লাইনে ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়েনি বলেই দাবি রেল কর্তৃপক্ষের ।

সম্প্রতি শিয়ালদা-বনগাঁ শাখার ডাউন লাইনের জয়েন্টের ফিসপ্লেট ভেঙে বড়সড় বিপত্তি ঘটেছিল । বামনগাছি ও বারাসত স্টেশনের মাঝে এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছিল শিয়ালদাগামী ডাউন দত্তপুকুর লোকাল । বরাত জোরে বাঁচেন ওই ট্রেনের যাত্রীরা । সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও শিয়ালদা-বনগাঁ শাখার রেললাইনে বিপত্তি । তবে, এবার আপ লাইনে ।

আরও পড়ুন: Bikaner Guwahati Express Accident : দোমোহনীতে লাইন মেরামতির কাজ শেষ, শীঘ্রই শুরু হবে পরিষেবা

স্থানীয় সূত্রে খবর, সোমবার রাত পৌনে বারোটা নাগাদ ওই শাখার আপ লাইন দিয়ে একটি মালবাহী ট্রেন বনগাঁ স্টেশনের দিকে যাচ্ছিল । মালবাহী ট্রেনটি গুমা স্টেশন ছাড়তেই বিকট আওয়াজে ঘুম ভেঙে যায় রেলপাড়ের বস্তিবাসীদের । বিষয়টি বুঝতে তাঁরা ছুটে আসেন রেললাইনের দিকে । তখনই বস্তিবাসীরা লক্ষ্য করেন, আপ লাইনের রেললাইন বসে গিয়ে তিন-চার জায়গায় মারাত্মক ক্ষতি হয়েছে । রাতেই বিষয়টি জানানো হয় বারাসত কেবিনের কন্ট্রোল রুমে । যদিও রাত হয়ে যাওয়ায় সেই সময় রেলকর্মীরা ঘটনাস্থলে না গেলেও সাতসকালে মেরামতের জন্য রওনা হন গন্তব্যের দিকে । এরপরই শুরু হয় যুদ্ধকালীন তৎপরতায় রেললাইন মেরামতির কাজ । বারবার রেললাইনে বিপত্তি দেখা দেওয়ায় রেলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে উঠেছে বড়সড় প্রশ্ন ।

ট্রেন চলাচলে বিপত্তি

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা তুষারকান্তি সাহা বলেন, "যেভাবে রেললাইন বসে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে দুর্ঘটনাও ঘটতে পারত । যেহেতু স্টেশন ছেড়ে মালবাহী ট্রেনটি ধীরগতিতে যাচ্ছিল, তাই সেটি দুর্ঘটনার মুখে পড়েনি । আমরা তো কাজের সূত্রে ট্রেনে করেই যাতায়াত করি ! ফলে আতঙ্ক হওয়াটাই স্বাভাবিক ৷"

আরও পড়ুন: Bikaner-Guwahati Express Accident : দোমোহনিতে রেল দুর্ঘটনায় মৃতদের আত্মার শান্তি কামনায় মোমবাতি প্রজ্জ্বলন

রেল কর্তৃপক্ষের অনুমান, তাপমাত্রার পরিবর্তনের কারণেই এমনটা হয়ে থাকতে পারে । এর পিছনে অন্য কোনও কারণ আছে কি না,তাও খতিয়ে দেখা হচ্ছে ।

কয়েকদিন আগেই ময়নাগুড়ির দোমোহনীতে দুর্ঘটনার কবলে পড়ে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস । সেই দুর্ঘটনায় অন্তত 12টি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায় । মৃত্যু হয় কমপক্ষে 9 জনের । আহত হন 42 জন । সেই ঘটনায় ইতিমধ্যেই গাফিলতির অভিযোগ উঠে এসেছে । যার তদন্ত শুরু করেছে রেলওয়ে সেফটি বোর্ড ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.