ETV Bharat / state

CITU-INTTUC Rally: স্টেশন থেকে হকার উচ্ছেদের প্রতিবাদ, একসঙ্গে পথে নামল বাম ও তৃণমূল শ্রমিক সংগঠন

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2023, 10:00 PM IST

ETV Bharat
হকার উচ্ছেদের প্রতিবাদ

রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে হকার উচ্ছেদের প্রতিবাদে বুধবার সোদপুর স্টেশনে একসঙ্গে র্যালি করে তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি ও সিপিএমের শ্রমিক সংগঠন সিটু ৷

ব‍্যারাকপুর, 27 সেপ্টেম্বর: এ যেন এক অনন্য দৃশ্য ! হকার উচ্ছেদ ইস্যুতে কার্যত লাল ঝান্ডা ও ঘাসফুলের পতাকা মিলেমিশে একাকার । তাও আবার একই মিছিলে । একই সঙ্গে । হকার উচ্ছেদের বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদে সামিল হলেন দু'দলের শ্রমিক ইউনিয়নের সদস্যরা । কখনও মিছিল থেকে উঠল 'ইনক্লাব জিন্দাবাদ' স্লোগান । কখনও আবার উঠল 'বন্দেমাতরম' ধ্বনিও । বুধবার দুপুরে এমনই ঘটনার সাক্ষী থাকলেন সোদপুর স্টেশন চত্বর এলাকার বাসিন্দারা ।

স্টেশন থেকে হকার উচ্ছেদের প্রতিবাদে এদিন একসঙ্গে বিক্ষোভ কর্মসূচি পালন করে সিটু ও আইএনটিটিইউসি । গোটা সোদপুর স্টেশন পরিক্রমা করে ওই মিছিল । আর মিছিলের একেবারে সামনের সারিতে একসঙ্গে শোভা পেল লাল ঝান্ডা ও তৃণমূলের পতাকা । একদিকে জাতীয় রাজনীতিতে 'ইন্ডিয়া'-জোট নিয়ে যখন চর্চা চলছে, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বিরোধীদের মিলিত মঞ্চে এক ছাতার তলায় আসছে সিপিএম-তৃণমূল-কংগ্রেস-সহ অন্য দলগুলি । তখন সোদপুর স্টেশনের এই ঘটনা স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে রাজ‍্য-রাজনীতিতে । কারণ, জাতীয় রাজনীতির সমীকরণ যাই হোক না কেন, বাংলার প্রাদেশিক সমীকরণ মোটেই মসৃণ নয় ।

এখানে মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তীদের অবস্থান স্পষ্ট, বিজেপি ও তৃণমূল উভয়ের বিরুদ্ধে তাঁদের লড়াই । বাংলার মাটিতে অন্তত ঘাস-পদ্মে কোনও ফারাক নেই বামেদের কাছে । ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটিতে বামেদের কোনও প্রতিনিধি না-রাখার সিদ্ধান্তের পিছনেও বাংলার রাজনৈতিক সমীকরণ অন্যতম ফ্যাক্টর বলে মনে করছে ওয়াকিবহাল মহল । সেই জায়গায় সোদপুর স্টেশনে একসঙ্গে মিছিল যথেষ্ট তাৎপর্যপূরণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ।

আরও পড়ুন: মদন 'বাণে' অস্বস্তিতে তৃণমূল, কামারহাটির বিধায়কের সঙ্গে কথা বলবেন তাপস রায়

এই বিষয়ে সিটু নেতা অনির্বাণ ভট্টাচার্য বলেন,"এটি আইএনটিটিইউসি ও সিটুর এক যৌথ কর্মসূচি । কিছুদিন আগে সোদপুর স্টেশনে একটি নোটিস দেওয়া হয়েছিল হকার উচ্ছেদের বিষয়ে । এরপর সব হকারদের সঙ্গে আলোচনা করে এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷" তাঁর দাবি,"পুনর্বাসন ছাড়া কোনও হকারকে উচ্ছেদ করা যাবে না ৷" একই দাবি আইএনটিটিইউসি নেতা প্রবীর পালেরও । তাঁর কথায়,হকারদের পেটের তাগিদের কারণেই আইএনটিটিইউসি-সিটু যৌথভাবে এই আন্দোলনে সামিল হয়েছে । পুনর্বাসন ছাড়া বলপূর্বক হকার উচ্ছেদ যে কোনওভাবেই মেনে নেওয়া হবে না, সে কথাও জানিয়েছেন আইএনটিটিইউসি নেতা ।

তবে এই যৌথ কর্মসূচিকে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি শিবির । তাঁরা বলতে শুরু করেছে, তৃণমূল তো সিপিএমেরই বি-টিম । সিপিএম ক্ষমতা থেকে যাওয়ার পর, সিপিএমের একাংশ এসেই তো তৃণমূলের এজেন্ট হয়েছে । এটা নতুন কিছু নয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.