ETV Bharat / state

অর্জুন সিংকে 'ছ্যাঁছড়া সাংসদ' বলে কটাক্ষ জগদ্দলের বিধায়কের

author img

By

Published : Jun 3, 2021, 7:45 PM IST

জগদ্দলে দোকান বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধ
জগদ্দলে দোকান বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধ

জগদ্দলে তৃণমূল ও বিজেপি সংঘাত অব্যহত ৷ দোকানপাট ভাঙচুরসহ বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে ৷ যদিও ঘটনার দায় স্বীকার করেননি জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম ৷

জগদ্দল, 3 জুন : এক মাসেরও উপর হতে চলল ভোট মিটেছে ৷ কিন্তু ভোট পরবর্তী হিংসা এখনও অব্যহত ৷ জগদ্দল বরাবরই রাজনৈতিক কারণে উত্তপ্ত ৷ ভোট চলাকালীনও রাজনৈতিক হিংসার শিকার হয়েছেন তৃণমূল ও বিজেপি উভয় শিবিরের বহু কর্মী-সমর্থকরা ৷ এবার জগদ্দলের এক বিজেপি কর্মীকে মারধর ও তাঁর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে ৷

আক্রান্ত বিজেপি কর্মী বলেন, "গতকাল রাতে একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হঠাৎই ভাঙচুর চালায় ৷ জানলার কাঁচ, বাড়ির দরজা ভেঙে যায় ৷ আহত হই ৷ গতরাতে হাসপাতালে যাই ৷ তারপর আজ সকালে জানতে পারি এলাকার দোকানও দুষ্কৃতীরা ভাঙচুর করে ৷ "

এবিষয়ে বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন," আমিও তো তৃণমূল করেছি ৷ কই তখন তো এরকম গুন্ডারাজ চলেনি ৷ তখন দোষীরা জেলে থাকত ৷ এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ৷ গতকাল রাতে বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে ৷ দোকানপাট ভাঙচুর করা হয়েছে ৷ এ কেমন বাংলা ? " পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন সেইসময় সামনে পুলিশের উপস্থিতি নিয়ে ৷ তিনি বলেন, " সামনে পুলিশ দাঁড়িয়ে রয়েছে ৷ অথচ কিছু করছে না ৷ কম্পালসারি ওয়েটিয়ে পাঠানোর ভয়ে তারা কোনও কাজ করছেন না ৷ "

অর্জুন সিংকে 'ছ্যাঁছড়া সাংসদ' বলে কটাক্ষ জগদ্দলের বিধায়কের

আরও পড়ুন : কর্মীদের টিকা দেওয়ার শর্তে 3 ঘণ্টা হোটেল-রেস্তরাঁ খোলায় ছাড় রাজ্যের

এদিকে অর্জুন সিংকে তুলোধনা করেছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম ৷ তিনি বলেন , " আমি কোনওকালে এরকম সাংসদ দেখিনি ৷ নিজেই ভয়ে দেখানোর জন্য হাতে একটা বন্দুক আর সাঙ্গপাঙ্গ নিয়ে এসেছেন ৷ আর এলাকার মানুষদের ভয়ে দেখাচ্ছেন ৷ আমার তো মনে হয় বিজেপি ওকে দলে রেখে ভাবমূর্তি নষ্ট করছে ৷ উনি যে অভিযোগ তুলেছেন তা মিথ্যা ৷ "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.